Dark Light
-20%

ইমাম আবু হানিফা রহ.

Availability:

1 in stock


ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে মায়ের বিষণ্ণতার চেয়ে অধিক কষ্টকর আর কিছু নেই। একবার তিনি আমার গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বলেন, আমার কলিজার টুকরা নুমান! কেন তুমি ইলম শিখতে গেলে? এসব ছেড়ে দিয়ে ঘরে বসে থাকো। উত্তরে আমি কোমলস্বরে বলি, আম্মাজান! আমি ইলম শিখেছি আল্লাহকে খুশি করার জন্য; দুনিয়া পাওয়ার জন্য নয়।
বই : ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
সংকলন : উস্তায আবুল হাসানাত কাসিম
সম্পাদনা : উস্তায আকরাম হোসাইন
বিশেষ কৃতজ্ঞতা : মীযান হারুন
পৃষ্ঠা সংখ্যা : ১৬৮
 

204.00 255.00

1 in stock

Compare

আমাদের সোনালি ইতিহাসের এক বিশাল অংশজুড়ে আছেন আমাদের ইমামগণ। জ্ঞানের সাগরে অহর্নিশ ডুবে থাকার যে প্রেষণা, তার এক বিস্ময় জাগানিয়া চিত্র খুঁজে পাওয়া যায় তাদের জীবনীতে। জীবনকে ওহির আলোয় রাঙাতে, সেই আলোর বিন্দু সবখানে, সর্বত্র ছড়িয়ে দিতে তাদের মধ্যে যে তাড়না, যে প্রচেষ্টা আমরা খুঁজে পাই, তা মানব-সভ্যতার ইতিহাসে বিরল। একটি হাদিসের জন্য কিংবা একটি সনদ যাচাইয়ের জন্য তারা পায়ে হেঁটে গেছেন দূর থেকে দূরান্তে। কোথাও বা পিচ্ছিল, কোথাও পঙ্কিল, কোথাও বা বন্ধুর পথ। তবু তারা দমে যাননি কখনোই। হৃদয়ের গভীরে জ্ঞানের যে নহর বয়ে বেড়িয়েছেন, সেই নহরের অমৃত সুধা মানুষকে পান করাতে তারা ছুটে গিয়েছেন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ।

নববি আদর্শকে বুকে ধারণ করে আমাদের ইমামগণ জীবন অতিবাহিত করেছেন। সেই আদর্শ থেকে বিচ্ছুরিত আলোকে পৃথিবীর প্রতিটি প্রান্তরে পৌঁছে দিতে তারা জীবনভর চেষ্টা করেছেন। তাদের সেই চেষ্টার ফলে আজ আমরা কুরআন, হাদিস এবং ফিকহ-বিষয়ক জ্ঞানের এক বিশাল ভান্ডার দেখতে পাই আমাদের সামনে। শুধু কি তা-ই? সযত্নে তারা তৈরি করেছেন আরও অনেক মহামানব, অনেক ইমাম, যারা তাদের জ্ঞান তুলে ধরেছেন আরও অনেক উঁচুতে, আরও উচ্চতর আসনে।

আমাদের এ সকল ইমামের জীবনী নিয়ে বাংলাভাষায় অল্প কিছু কাজ হয়েছে মাত্র। অথচ, যুগের এই আলোকবর্তিকা সম মানুষগুলোকে আমরা যতই পাঠ করব, ততই আমরা তাদের জ্ঞান, তাদের বিপুল রত্ন-ভান্ডারের সন্ধান লাভ করতে সক্ষম হব। জ্ঞানের জন্য তাদের চেষ্টা, তাদের শ্রম, মেহনত, তাদের অধ্যবসায়, তাদের তাকওয়া, ঈমান আর তাওয়াক্কুলের পরিচয় জানতে পারলে আমরা সমৃদ্ধ করতে পারব আমাদের জ্ঞানের পরিধি, উন্নত করতে পারব আমাদের ইসলামি জীবন। আগামী সভ্যতাকে বিনির্মাণ করতে হলে, সময়কে নতুন ছাঁচে ফেলে গড়তে চাইলে, পৃথিবীকে নবধারায় বিকশিত করতে আঙ্গিকে সাজাতে চাইলে আমাদের মহান ইমামগণের জীবনী পাঠ করা অত্যাবশ্যক। নিজেদের জন্য তো অবশ্যই, পরবর্তী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে, তাদের জন্য এই মহামানবদের জীবনী রেখে যাওয়াও আমাদের জন্য অতীব জরুরি।

এই চিন্তা এবং সময়ের প্রয়োজনকে সামনে রেখেই সমকালীন প্রকাশন ‘ইমাম সিরিজ’ প্রকাশের সিদ্ধান্ত নেয়। আমাদের ইচ্ছে, মহান ইমামদের জীবনীগুলো আমরা ভিন্ন আঙ্গিকে পাঠকদের হাতে তুলে দেবো, ইন শা আল্লাহ।

এই সিরিজের প্রথম বই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী। যুগের এই মহান ইমাম, ফকিহ এবং হাদিস-বিশারদের জীবনবৃত্তান্ত আমরা গতানুগতিকতার বাইরে গিয়ে, একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। ঘটনাবহুল এই মহীয়ান ইমামের জীবন থেকে আমরা পাঠকদের জন্য এমন কিছু সারকথা তুলে এনেছি যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এক ভিন্ন দৃষ্টিকোণ ও ভিন্ন আয়নায় দেখাবে বলে আমরা বিশ্বাস করি, ইন শা আল্লাহ।

 

Weight 0.5 kg

Based on 0 reviews

0.0 overall
0
0
0
0
0

Be the first to review “ইমাম আবু হানিফা রহ.”

There are no reviews yet.

You may also like…

SHOPPING CART

close