আমরা কুরআন তিলাওয়াত করি। প্রতিনিয়তই করি। হিফজ করি। কুরআনের সত্যবাণী বুকে নিয়ে বয়ে চলি নিরবধি। সুমধুর সূরে কুরআনের ঐশ্বী বাণী মানুষকে শুনিয়ে তাক লাগিয়ে দেই। কুরআনের মাহফিলে গিয়ে রাত গুজার করি।
কিন্তু এই কুরআনের এতো এতো আয়োজন কেন যেন আমাদের ভিতরে কোন ভাবাবেগ এনে দেয় না। কুরআন বুকে নিয়ে বয়ে চললেও, তা অন্তরে তেমন কোন দাগ বসিয়ে দেয় না। অন্ধকারে নিমজ্জিত থাকা জীবন পথে ঐশ্বী আলোর ঘনঘটা, অন্তরে কেন যেন স্বস্তি এনে দেয়না।
কেন দেয়না? কোন সে কারণ, যার কারণে কুরআনের বাণী আমাদের মাঝে থাকতেও পদে পদে আমাদেরকে পিছিয়ে পড়তে হয়? অবহেলিত হতে হয়? অত্যাচারিত হতে হয়? অধঃপতনের তলানীতে হারিয়ে যেতে হয় প্রতিনিয়ত? খুঁটি পুততে হয় আঁধারে ঘেরা এক বিস্তীর্ণ ময়দানে?
কুরআনের কোন সে আলো, যে আলোয় এখনও আমি নিজেকে আলোকিত করতে পারিনি? কুরআনের কোন সে বার্তা, যাতে আমি নিজেকে মেলে ধরতে পারিনি? কোন সে সুসংবাদ, যার তালাশে এখনও আমি উন্মুখ থাকি? কোন সে পথ, যে পথের দিশা এখনও আমার অজানা?
এসকল প্রশ্নের উত্তর নিয়ে, বাংলার ঘরে ঘরে কুরআনের প্রকৃত বার্তা পৌঁছে দিতে আযান প্রকাশনীর এবারের আয়োজন –
There are no reviews yet.