চায়ের দোকান থেকে বাসা পর্যন্ত অনেক কথাই আমাদের বলতে হয়। অনেক কথা শুনতে হয়। বন্ধু-বান্ধবদের সাথে তো ঘণ্টার পর ঘণ্টা আড্ডাবাজি করেই কাটে। এসব আলোচনার ফাঁকে আমরা কতবার আল্লাহর যিকর করি?
বিশ্বাস করুন, আমাদের সকল আলোচনা, আড্ডা, সভা সবই বিফল হবে যদি সেখানে মহান আল্লাহর যিকর না করা হয়। আর কিয়ামাতের দিন এগুলো সবই আফসোসের কারণ হবে।
.
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি কোনও বৈঠকে বসল, অথচ তাতে আল্লাহ তাআলার যিকর করল না, তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আফসোস! যে ব্যক্তি কোনও জায়গায় শয়ন করল, অথচ সেখানে আল্লাহ তাআলার যিকর করল না, তার উপর আল্লাহর পক্ষ থেকে আফসোস!” [আপনার প্রয়োজন আল্লাহকে বলুন, হাদীস নং : ৫]
.
আল্লাহর যিকর এতটাই গুরুত্বপূর্ণ ইবাদাত যে, যিকিরকারী ব্যক্তিকে আল্লাহর রাহে যুদ্ধরত মুজাহিদের সমান সওয়াব দান করা হয়। আবুদ দারদা (রা) থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল (স) বলেন, “একটি কাজ আছে, যা তোমাদের সকল কাজের চেয়ে উত্তম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র বলে গণ্য, তোমাদের অবস্থান অনেক উঁচুতে নিয়ে যাবে, (আল্লাহর রাস্তায়) সোনা-রুপা খরচ করার চেয়ে উত্তম, এ কাজের চেয়েও উত্তম যে—(যুদ্ধক্ষেত্রে) শত্রুর মুখোমুখি হয়ে তোমরা তাদের ঘাড়ে আঘাত করবে, আর তারাও তোমাদের ঘাড়ে আঘাত করবে! আমি কি তোমাদের ওই কাজটির কথা বলে দেবো না?”
সাহাবিগণ জবাব দেন, “অবশ্যই!”
নবি (স) বললেন, “(কাজটি হলো) আল্লাহর যিকর বা স্মরণ।” [আপনার প্রয়োজন আল্লাহকে বলুন, হাদীস নং : ১]
.
আসুন দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে ফাঁকে নিজের জিহ্বাকে আল্লাহর স্মরণে আদ্র রাখি।
আপনার প্রয়োজন আল্লাহ কে বলুন
Out of stock
বইঃ আপনার প্রয়োজন আল্লাহ কে বলুন
লেখক : ইমাম ইবনে তাইমিয়্যা রহ.
অনুবাদক : জিয়াউর রহমান মুন্সী
পৃষ্টা সংখ্যা : ১৮৪
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
ধরণ : দু’আ দরূদ
ভূমিকা :
সমস্ত প্রশংসা মহিমান্বিত আল্লাহ তা’আলার জন্য যার করুণা অসীম, রহমত অফুরন্ত । তিনি তার বান্দাদেরকে না চাইতেই অপরিসীম নেয়ামতসমূহ দান করেছেন। তারপরও মহিমান্বিত আল্লাহ তা’আলা চান যে তাঁর বান্দাগন তাঁর গায়েবী ভাণ্ডার থেকে যার যা প্রয়োজন, যার যা দরকার তা যেন তারা চেয়ে নেয়। মহিমান্বিত আল্লাহ তা’আলা আমাদেরকে একদমই অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। অল্পদিন পরেই আমাদেরকে চিরস্থায়ী অনন্ত অসীম কালের জন্য আখিরাতে চলে যেতে হবে । আমাদের ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ও চিরস্থায়ী আখিরাতের জীবন যাতে সুন্দর সুখময় হতে পারে তার জন্য মহিমান্বিত আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর কাছে চাওয়ার মতো এক মহা সম্পদ দান করেছেন আর এই মহা সম্পদ হলো ‘দু’আ।’
.
বুক রিভিউ :
মহিমান্বিত আল্লাহ তা’আলার কাছে দু’আ বা চাওয়া হলো ইবাদত বা আল্লাহর দাসত্বের অংশ। আর এই দাসত্বের অনীহার পরিণতি জাহান্নাম। দু’আ মুমিনের জীবনে মহিমান্বিত আল্লাহ তা’আলার অনুপম উপহার, তিনি ওয়াদা দিয়েছেন তার পবিত্র কালামে পাকে ইরশাদ করেন—আমরা তাঁকে ডাকলে, তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। দু’আর শক্তি অপরিসীম; রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন—কেবল দু’আ-ই পারে ভাগ্যের লিখনকে পর্যন্ত বদলে দিতে।
.
হযরত সালমান ফারিসি রা.বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের প্রভু বড় লজ্জাশীল এবং দয়ালু। তার বান্দা যখন দু’হাত তুলে দু’আ বা প্রার্থনা করে তখন মহিমান্বিত আল্লাহ তা’আলা তাঁর বান্দার হস্তদ্বয়কে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।
তাই আমাদের জীবন চলার পথে যা কিছুর প্রয়োজন মহিমান্বিত আল্লাহ তা’আলার কাছেই চাইব। চাওয়ার মতো চাইতে হবে। যদি আমরা অন্তরের গভীর থেকে কান্নাজড়িত কন্ঠে চাই, নিশ্চয় আল্লাহ তা’আলা আমাদের চাওয়া খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করবেন।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ। ইসলামের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে অবিস্মরণীয় প্রতিভা; তাফসির, হাদিস, ফিকহ ও তুলনামূলক ধর্মতত্ত্বে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। মানবজাতির মহান শিক্ষক হিসেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কখন কীভাবে মহিমান্বিত আল্লাহ তা’আলার কাছে দু’আ করতে হয়, নিজের প্রয়োজনের কথা বলতে হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত ও শেখানো দু’আগুলো হাদিসের বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহ. তাঁর ‘আল-কালিমুত তাইয়িব’ গ্রন্থে এসব হাদিস সংকলন করেছেন। যা বাংলা নাম ‘আপনার প্রয়োজন আল্লাহকে বলুন।’
বইটি অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক জিয়াউর রহমান মুন্সী দা. বা.। তিনি অনেকগুলো কাজ করে পাঠকদের হৃদয়ে নিজের আলাদা আসন তৈরি করেছেন । তারই ধারাবাহিকতার ফল এই বইটিও। অনুবাদ এতটা সহজ- সাবলীল হয়েছে যে, কোথাও বেগ পেতে হয়নি।
মাকতাবাতুল বায়ানের বইগুলোর গুণমান বলার অপেক্ষা রাখে না। ঝকঝকে প্রচ্ছদ,উন্নত বাধাই আর মূল্যবান কাগজ- এককথায় নয়নকাড়া। একটি বিষয় কথা না বললেই নয়।
₹173.00 ₹217.00
Out of stock
Weight | 0.5 kg |
---|
Based on 0 reviews
Be the first to review “আপনার প্রয়োজন আল্লাহ কে বলুন”
You may also like…
-
সমকালীন
বিশ্বাসের বয়ান
অনেকেই জানতে চেয়েছেন বিশ্বাসের বয়ান কি নাস্তিকদের বিরুদ্ধে লেখা কোনো বই? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে না। বিশ্বাসের বয়ান নাস্তিকদের বিরুদ্ধে নয়, বলা যেতে পারে বিশ্বাসের বয়ান নাস্তিকদের জন্য।
এই বইয়ে যুক্তি ও প্রমানের মাধ্যমে বিভিন্নভাবে বিশ্বাসের শিকড়ে পৌছানোর চেষ্টা করেছি।
যারা অবিশ্বাসী তাদের বিশ্বাসের রাস্তায় পা ফেলতে সহায়ক হবে এই বই, যারা বিশ্বাসী তাদের বিশ্বাসের কারন খুজে পেতে ও বিশ্বাসকে দৃঢ় করতে সহায়ক হবে এই বই আর যারা সংশয়ের রশি ধরে ঝুলে আছে তাদেরকে বিশ্বাসের দুর্গে ঝাপিয়ে পড়তে সহায়ক হবে এই বই।
আপনাদের বই বিশ্বাসের বয়ান, এই বইয়ের মাধ্যমে যদি একজন পাঠকেরও ভাবনার দুয়ার উন্মোচন হয় তবে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক ভেবে নেবো।SKU: n/a
There are no reviews yet.