সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে কার না ভালো লাগে। হয়তো সুযোগ পেলেই আমরা খালি পায়ে হাঁটি। কিন্তু একটু যদি স্মরণে রাখি যে, নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খালি পায়ে হাঁটতেন আর আমি নবিজির সুন্নাহ অনুসরণ করছি, তা হলে কিন্তু পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়। আজকাল তো সুন্নাহকে আমরা কঠিন কিছু বলেই ধরে নিয়েছি। আর মনে মনে ভেবেছি—‘না বাবা, আমার পক্ষে সুন্নাহ পালন করা সম্ভব নয়!’ আসলে আমাদের না বোঝার কারণেই এমনটা হয়েছে। সুন্নাহ মানেই বেশ কঠিন কিছু নয়। সুন্নাহ হতে পারে মানুষের সাথে হাসিমুখো হয়ে কথা বলা, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, টুপটাপ বৃষ্টিতে সিক্ত হওয়া, রজনিতে প্রিয়তমার হাত ধরে হাঁটা। আমাদের অবহেলার কারণে এই সুন্নাহগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। রাসূল সলাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হারানো সুন্নাহ নিয়েই লেখালেখি করতেন উস্তাদ আলি হাম্মুদা, ‘Daily Revivals’ সিরিজ নাম দিয়ে। সেই সিরিজ অবলম্বনে ৪১-টি সুন্নাহ নিয়ে শিহাব আহমেদ তুহিন সাজিয়েছেন বইটি। সুসাহিত্যিক শিহাবের শৈল্পিক লেখনী স্বল্প সময়েই সাড়া জাগিয়েছে পাঠকমহলে। নিঃসন্দেহে বইটি বাংলা ভাষায় এক অনবদ্য সংকলন। ইন শা আল্লাহ এসব সুন্নাহ আমরা নিজেরা পালন করব এবং দাওয়ার মাধ্যমে সমাজে ছড়িয়ে দেবো। যতজন মানুষ আমার দাওয়াহ পেয়ে এসব হারানো সুন্নাহর ওপর আমল করবে, তাদের আমলের সমপরিমাণ বদলা আমাকে দেওয়া হবে।
There are no reviews yet.