মানবাধিকার। পশ্চিমাদের মুখরোচক এক শ্লোগান। নিজেদের পাপ ঢাকার বিরাট হাতিয়ার। যারা মুখে মানবাধিকারের বুলি আওড়ায় অথচ তাদের স্বার্থান্বেষী আগ্রাসী মানবাধিকারের মরণ ছোবলে আজ বিশ্ব মানবতা মৃত্যুকাতর। আসলে মানবাধিকারের সঠিক ব্যাখ্যা ও মাপকাঠি যেমন তাদের কাছে নেই তেমনি এর ধারে কাছেও তারা নেই।
তাই মানবাধিকার কি ও কেন? এর সঠিক ব্যাখ্যা ও মাপকাঠি কি এ ব্যাপারে আলোকপাত করেছেন বর্তমান বিশ্বের নন্দিত আলেমে দীন, কালজয়ী দাঈ আল্লামা মুফতী তাকী উসমানী (দা.বা.)।
There are no reviews yet.