অর্থ: আমার নিকট আরও অধিক আছে । [সূরা কাহাফ আয়াত-৩৫] অতঃপর সে সরাসরি সশরীরে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে । এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে ক্রমাগত ৭০ বছর অতিক্রম হয়ে যাবে, এ সময়ে অন্য কোনদিকে তাকানোর প্রয়োজনীয়তা সে অনুভব করবে না । দীর্ঘ 70 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবদ্ধ হওয়া মাত্র দেখতে পাবে, তদপেক্ষা অদিক গুন রুপমাধুরীর অধিকারী এক হুরেঈন তার জন্য অপেক্ষামান । সে জান্নাতি সম্বোধন করে বলবে, আমার আকাঙ্খা পূরণ হওয়ার সময় হয়েছে । আমি আমার জন্য নির্ধারিত অংশ এখন প্রাপ্ত হব । তখন সে জান্নাতবাসি জিজ্ঞেস করবে হে রূপসী ! ন্তনননতুমি কে? তদুত্তরে সে বলবে, ওহে আল্লাহর বন্ধু! মহান আল্লাহ যাদের ব্যাপারে নিম্নোক্ত বাণী আরোপ করেছেন, আমি তাদেরই একজন । মহান আল্লাহ বলেন-
فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون .
অর্থ: কেউ জানে না, সে সকল জান্নাতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর পক্ষ হতে চোখজুড়ানো কি কি নেয়ামত গোপন রাখা হয়েছে । [সূরা সাজদা আয়াত 17] হযরত ছাবিদ বুনানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতবাসি নিতান্ত আরামে দীর্ঘ 70 বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীরগণ এ চাকর-নওকরগণ যথাস্থানে উপস্থিত থাকবে । ইত্যবসরে একঝাঁক স্বর্গীয় অপরূপা অপ্সরী যারা ইতিপূর্বে আপন প্রিয়তম স্বামী কখনো দেখেনি । এরা তার নাম ধরে বলবে, হে অমুক ! আপনার নিকট কি আমাদের কোনো অধিকার নেই? [সিফাতুল জান্নাত জান্নাতকে হোসনে মানাযের] হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একটি রেওয়ায়েতে উল্লেখ আছে ,জান্নাতী রমণীগণ একত্রে 70 টি নজরকাড়া পোশাক পরিধান করে থাকবে । তারপরও তাদের গায়ের ঘোছার শুভ্রতা, শরীরের সৌন্দর্যমাধুরী প্রভৃতি বাইরে থেকে পরিদৃষ্ট হবে । কারণ মহান আল্লাহ বলেন-
كانهن الياقوت والمرجان
অর্থ: তারা যেন ইয়াকূত ও মারজান সদৃশ {সুরা রহমান আয়াত নাম্বার 58} উল্লেখ্য, ইয়াকূত এমন একটি মূল্যবান কল্পনাতিত স্বচ্ছ পাথর যে, যদি এর ছিদ্রের ভিতরে একটি চিকন সূতা ভরে রাখা হয় তবে সেটিও বাইর থেকে দেখা যাবে ।(জান্নাতকে হোসনে মানাজের- আল্লামা মুফতি এমদাদুল্লাহ) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একটি রেওয়ায়েতে উল্লেখ আছে, কিয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দাগণ একটি মূল্যবান আসনে উপবিষ্ট হবে । আসনটির দৈর্ঘ্য হবে ৫০০ বছরের ভ্রমণ পথের সমান ।
আর রিহাব পাবলিকেশন্স, প্রকাশন
Compare
কারা জান্নাতী কুমারীদের ভালবাসে -১ম খণ্ড
Availability:
4 in stock
কারা জান্নাতী কুমারীদের ভালবাসে -১ম খণ্ড
Edition 1st Published, 2017
Number of Pages 224
Country বাংলাদেশ
Language বাংলা
₹350.00 ₹380.00
4 in stock
Weight | 0.455 kg |
---|
Based on 0 reviews
Be the first to review “কারা জান্নাতী কুমারীদের ভালবাসে -১ম খণ্ড”
You may also like…
-
সমর্পণ-সন্দীপন
দরজা এখনও খোলা
তুমি যে পথে হাঁটছ, ওটা অন্ধকারের পথ। বিন্দুমাত্র আলো নেই ওখানে। ও পথ যতই পাড়ি দেবে, ততই হারিয়ে যাবে নিকষকালো আঁধারে। তুমি অন্ধকারে হাঁটবে আর পথহারা হবে। আঁধারের বাঁদুরেরা তোমায় ভয় দেখাবে ক্ষণে ক্ষণে। একাকী তুমি আরও ভীতসন্ত্রস্ত হয়ে পড়বে। ভীত-বিহ্বল চিত্তে একসময় ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে তলিয়ে যাবে অতল ভয়ানক খাঁদে। পথিক! তোমায় আলোর পথে ডাকছি। এখানে আলোআঁধারি খেলা নেই। নেই আঁধারের বাঁদুরের কোনো স্থান। চারিদিকে কেবল আলো আর আলো। এখানকার আলো থেকে ছিটকে-পড়া পুণ্যময় রশ্মিগুলো, তোমায় নিত্য ডাকছে হাতছানি দিয়ে। এ পথে হাঁটলে তুমি কখনও পথহারা হবে না। অতল তলে হারিয়ে যাবে না। এর শেষটা মিশে আছে জান্নাতের সাথে। এ পথের দরজা এখনও খোলা আছে। এসো তবে ফিরে… বই : দরজা এখনও খোলা লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়া (রহিমাহুল্লাহ) অনুবাদক : মুহাম্মাদ ইউসুফ আলী বইয়ের নাম- দরজা এখনো খোলা লেখক- ইমাম ইবনু আবিদ দুনইয়া (রাহিমাহুল্লাহ) অনুবাদক- এম এ ইউসুফ আলী প্রকাশনী- সমর্পণ প্রকাশন মোট পৃষ্ঠা : ৭২ বইয়ের ধরণ- আত্মশুদ্ধি, আত্মিক উন্নয়ন, ইসলামিSKU: n/a
There are no reviews yet.