কষ্টিপাথর বইটিতে ডা. শামসুল আরেফীন স্যার সুন্দর করে চিকিৎসা বিজ্ঞানের রেফারেন্স দিয়ে প্রমান করছে আমাদের রাসূল (সঃ) প্রতিটা সুন্নত এক একটি রোগের প্রতিকারক/প্রতিরোধক। সুস্থ শরীর, সুস্থ মন গঠনে সুন্নতের বিকল্প কিছু নেই। রাসুল (সঃ) আমাদের যেই জীবন ব্যবস্থা শিখিয়ে গেছেন সেই জীবন ব্যবস্থার প্রতিফলন যদি আমরা আমাদের জীবনে গঠাতে পারি আমাদের জীবন হবে রোগমুক্ত, শান্তিময় ইনশাআল্লাহ। বিজ্ঞান মনষ্ক ও যুক্তিবাদি মুসলিম দের পছন্দ হবে বই টি।
Md Inzamamul Haque –
কষ্টিপাথর। যা দিয়ে যাচাই করা হয় স্বর্ণ। কিন্তু বইয়ের সঙ্গে কষ্টিপাথরের কি সম্পর্ক?
আসলে আমরা সুন্নাহকে কখনো গুরুত্ব দেইনি। সব সময় তাকে সুন্নাহ বলে দূরে সরিয়ে রেখেছি। একটা সময় ছিল যখন মুসলিমরা কোন কাজ ‘সুন্নাহ’ জানলে সেটা আগে গ্রহণ করত, আর এখন ‘সুন্নাহ’ বলে তাকে দূরে সরিয়ে দেয়।
বর্তমান মুসলিমদের ঈমানের অবস্থা হল, ‘মাকরূহ’ তাই করা যায় , ‘সুন্নত’ তাই ছাড়া যায়।
লেখক বইটি তে দেখিয়েছেন কিভাবে সুন্নাহ চৌদ্দশ বছর আগে থেকে বিজ্ঞানের সঙ্গে হাত ধরাধরি করে আসছে। কখনো কখনো, বিজ্ঞান তার থেকে মুখ ঘুরিয়ে অন্য পথে চলে গেছে কিন্তু আরও অগ্রগতি হওয়ার পর আবার ফিরে এসে সুন্নাহর সঙ্গে গলা মিলিয়েছে।
অসাধারণ চমকপ্রদ সব হেডিং এ লেখকের পরিচয় করিয়ে দিয়েছেন একের পরে এক বিজ্ঞানময় সুন্নাহ এর সাথে। টুপি নিয়ে লিখেছেন – ‘হেড কোয়ার্টারের জলছাদ’ , দাড়ি নিয়ে লিখেছেন- ‘দুর্গের বাইরে পরিখা’, সুন্নাহ সম্মত ভাবে ঘুম নিয়ে – ‘And Miles to go Before I Sleep’ , পর্দা নিয়ে- ‘প্যাকেট’ , জল নিয়ে সবথেকে অসাধারণ লেখা – ‘জীবনের ওপর নাম পানি’ ইত্যাদি। বই টি শেষ করেছেন , ‘বিদায়বেলা’ শিরোনামে এক আবেগঘন প্রবন্ধের মাধ্যমে।
তার মানে বিজ্ঞানের সঙ্গে মিলছে বলে আপনি সুন্নাহ মানবেন? স্বাস্থ্যসম্মত বলে সুন্নাহ মানবেন?
এর জবাব ও লেখক দিয়েছেন। জীবন কে সুন্নাহ দিয়ে সাজানোর জন্য এই বই। ঈমান কে রিচার্জ করার জন্য এই বই।
নাম – কষ্টিপাথর
লেখক- শামসুল শক্তি আরেফিন
প্রকাশনী – শুদ্ধি
Md Inzamamul Haque –