হে বোন! এই জাতি আজ তোমার অপেক্ষা করছে যে, তুমি তোমার সন্তানদেরকে বীর মুজাহিদ হিসেবে তৈরি করবে। খাঁটি আবেদ যাহেদ হিসেবে ও আলেমে রাব্বানী হক্কানী হিসেবে গড়ে তুলবে। আর এটা কখনো সম্ভব হবে না যতক্ষণ না তুমি নিজে পূর্ণ দায়িত্ববান ও সৎপথের পথিক না হবে। কারণ, যে ইচ্ছা করে সুযোগ নষ্ট করে তাকে কিছুই দেওয়া হয় না।
.
আমি এখানে তোমার সামনে এমন কিছু ঘটনা পেশ করছি যা তোমার হিম্মতকে বৃদ্ধি করবে। এর মাধ্যমে তুমি জানতে পারবে যে, মুসলিম জাতি হলো নিয়ামতপ্রাপ্ত কল্যাণের জাতি। এই জাতির পুরুষদের মধ্যে কল্যাণ রয়েছে, নারীদের মধ্যে কল্যাণ রয়েছে, এমনকি শিশুদের মধ্যেও কল্যাণ রয়েছে।
.
হে বোন! শোন। কিছু নারী প্রবৃত্তির অনুসরণ আর অলীক কল্পনায় ডুবে আছে, আর কিছু নারী তাদের জন্য চিন্তিত ও পেরেশান হয়ে আছে। তারা এই জাতিকে উদ্ধার করার চিন্তায় পেরেশান। তাদের চিন্তা দুনিয়ার ভোগবিলাসে ডুবে থাকা নারীদের মতো নয়; বরং তাদের চিন্তা হলো এই ডুবন্ত জাতিকে উদ্ধারের চিন্তা।
.
এক নারী আমার সাথে যোগাযোগ করে আমার ই-মেইল অ্যাড্রেস চাইল। আমরা আপনার নিকট একটা চিঠি পাঠাতে চাই। আমার ই-মেইল অ্যাড্রেসে তাদের চিঠি এলে আমি তা পড়লাম। চিঠিটা পড়ে আমার নিজেকে অনেক ছোট মনে হতে লাগল। নিজেকে নিয়ে আমি অনেক লজ্জাবোধ করতে লাগলাম। আমি চিঠি পড়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শোকর আদায় করলাম যে, আমাদের মধ্যে এমন নারীও রয়েছে।
.
এটা দুজন উঠতি বয়সী রমণীর চিঠি। যারা বেড়ে উঠছে আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর মুহাব্বত ও ভালোবাসার ওপর এবং ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করার তারবিয়াত পেয়ে।
.
হয়তো তুমিও সেই চিঠিটার কিছু অংশ শুনতে চাচ্ছ? যার প্রেরকের প্রতি আমার রয়েছে আন্তরিক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
There are no reviews yet.