“এক লোক এক মেয়েকে বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসলো। স্ত্রীর সাথে বেশ সুখে শান্তিতেই তার জীবন কাটছিল। এদিকে তার অনুপস্থিতিতে তারই ছোট ভাই একান্তে তার স্ত্রীর কাছে আসা-যাওয়া শুরু করল। শুরু হলো তাদের মাঝে বিভিন্ন ধরনের আবেগময় আর উত্তেজনাপূর্ণ কথাবার্তা। এরপর থেকেই সৃষ্টি হলো দুটি সমস্যা।
১. লোকটির স্ত্রী নিজের স্বামীকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করল।
২. আর দেবরের সাথে তার শুরু হলো মধুর সম্পর্ক।
এখন সে না পারছে নিজের স্বামীকে তালাক দিতে, আর না পারছে দেবরের সাথে যা-ইচ্ছে তাই করতে। এটা তো একটা যন্ত্রণাদায়ক জাহান্নামই। এই ঘটনা থেকেই অনুমান করা যায়- অন্যায় ও খারাবির গভীরতা। আর এর নিচের ধাপই হলো, যিনা-ব্যভিচার, এরপর হারাম বা জারজ সন্তান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করে বলেছেন- “তোমরা (অপর) মহিলাদের নিকট প্রবেশ করা থেকে সাবধান থাক। তখন এক আনসারী লোক বলল, হে আল্লাহর রাসূল! আপনি দেবরের ব্যাপারে কী বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দেবর হলো মৃত্যুস্বরূপ।
–
বই : পারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
১. লোকটির স্ত্রী নিজের স্বামীকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করল।
২. আর দেবরের সাথে তার শুরু হলো মধুর সম্পর্ক।
এখন সে না পারছে নিজের স্বামীকে তালাক দিতে, আর না পারছে দেবরের সাথে যা-ইচ্ছে তাই করতে। এটা তো একটা যন্ত্রণাদায়ক জাহান্নামই। এই ঘটনা থেকেই অনুমান করা যায়- অন্যায় ও খারাবির গভীরতা। আর এর নিচের ধাপই হলো, যিনা-ব্যভিচার, এরপর হারাম বা জারজ সন্তান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করে বলেছেন- “তোমরা (অপর) মহিলাদের নিকট প্রবেশ করা থেকে সাবধান থাক। তখন এক আনসারী লোক বলল, হে আল্লাহর রাসূল! আপনি দেবরের ব্যাপারে কী বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দেবর হলো মৃত্যুস্বরূপ।
–
বই : পারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
There are no reviews yet.