তাওহীদ তো এই কারণেই দিয়েছেন যাতে আমরা এক আল্লাহকে চিনি, আমাদের অস্তিত্বের উদ্দেশ্যকে উপলব্ধি করি, আমাদের দুনিয়াতে আসার পেছনের কথাগুলো জানি, আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতা, দেবী, সিস্টেম, দর্শন, ফিলোসফি, সমাজব্যবস্থা, কুসংস্কার, সরকার, নেতা-গুতার দাসত্ব যাতে আমরা না করি, আমাদের গোটা অন্তর ও দেহ যাতে একত্র, একীভূত ও একমুখী হয়ে শুধু আল্লাহরই দাসত্ব করে, তাঁরই সন্তুষ্ট খোঁজে, তাঁকেই ভয় করে, তাঁর জন্যই ভালোবাসে, তাঁর জন্যই ঘৃণা করে, শুধু তাঁর কাছেই সকল আশা করে, কেবল তাঁর কাছেই ভিক্ষা চায়, একমাত্র তাঁকেই সিজদাহ করে, তাঁর কাছেই বিপদমুক্তির প্রার্থনা করে। ব্যক্তির অন্তর, অন্তরে থাকা বিশ্বাস-দৃষ্টিভঙ্গি, কলব, রুহ, নফসের আশা-আকাঙ্ক্ষা, দেহ, দেহের চলন-বলন, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা সকল কিছুকে কেবল এক আল্লাহ ও আল্লাহর দ্বীন-আদেশমুখী করাই তো তাওহীদ। অন্তর আর দেহের এর থেকে সুন্দরতম মিলন (Unity of body and mind) আপনি কোথায় পাবেন, বলুন তো?
.
“আর ছাড়বো না নামায” বই থেকে। আসছে মিনারাহ পাবলিকেশন্স থেকে।

আর ছাড়বো না নামায
Out of stock
সব হচ্ছে আমার ও আপনার ঐকান্তিকতা ও নিষ্ঠা। আমাদের যদি নামাযের প্রতি নিষ্ঠা থাকে, আমরা যদি নামাযের মত ফরয আদায়ে দায়িত্ববান হই তবে আমাদের কাছে নামায মোটেও কঠিন কিছু মনে হবে না। যেভাবে আমাদের অফিস করা, পড়াশোনা করার পিছনে অন্তরের খাঁটি নিষ্ঠা ও ঐকান্তিকতা আছে তাই আমাদের এসব কাজ করতে হাজার কষ্ট হলেও তা গায়ে লাগে না, দিব্যি করা হয়ে যায়। কিন্তু যেই কাজের প্রতি ঐকান্তিকতা নেই সেই কাজের সামান্য কষ্ট দেখেই পিছিয়ে যাবো এটাই কিন্তু স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে আসলে অন্তরের, অন্তরের নিয়্যাতের, ইন্টেনশনের।
₹42.00 ₹45.00
Out of stock
Weight | 0.200 kg |
---|
“আমার ছেলেটাকে নামাযের কথা বললে মনে হয় ওর গায়ে কে যেন আগুন ধরায় দিছে।” একজন আংকেল দুঃখ করে বলেছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে। শতকরা ৯০ ভাগ মুসলিমদের দেশে নিয়মিত নামায পড়ে এমন লোক হয়ত শতকরা ৫ এর কোটাও পার করবে না। দীর্ঘদিন যাবত ইসলাম সম্পর্কে অজ্ঞতা, জানার অভাব, জানার সদিচ্ছার অভাব সবকিছু মিলে ইসলামের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আসমান ও জমীনের পার্থক্যের মত। অত্যন্ত দুঃখজনক হলেও এমনটাই সত্য। আমাদের আশেপাশে এ ধরণের মানুষ গিজগিজ করছে। তাদের মধ্যে হয়ত কেউ আছে তাদেরকে বুঝিয়ে দুটি কথা বললে হয়ত শুনবে, হয়ত কাল থেকে ঈমান ও আমলের ব্যাপারে সচেতন হবে, কাল থেকে নামাযটা রেগুলার পড়ার চেষ্টা করবে। এ ধরণের মানুষগুলোকে দুটা চারটা কথা বলে ধরিয়ে দিন আর ছাড়বো না নামায বইটি। আল্লাহ চাইলে হয়ত কাজ হলেও হতে পারে। আপনার আমার কাজ শুধু পৌছে দেওয়া, বাকীটা আল্লাহর কাজ, তিনি যেভাবে চান আর যাকে চান হেদায়াত দেন।
.
বইটি মিনারাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত
There are no reviews yet.