মহামানবদের জীবন-যাপনের এক নয়নাভিরাম দৃশ্যকল্পের নাম ‘সালাফদের জীবনকথা’। এখানে আমরা সালাফদের জানতে থাকি আর আমাদের মাথা নিচু হতে থাকে। অজ্ঞতা আর নিষ্ক্রিয়তার সব মানদণ্ডে আমরা নেমে যেতে থাকি নিম্ন থেকে আরও নিম্নতর স্তরে। মনে হতে থাকে আমাদের বোধয় ঝুলিতে কিছু নেই—না জ্ঞান, না আমল।
তবে আমরা আশার আলোও দেখতে পাই। চোখের সামনে ভেসে উঠতে থাকে তাদের আত্মত্যাগ, সাধনা এবং নিরলস পরিশ্রমের চিত্র। তাতে আমাদের মনেও সাহসের চারা সঞ্চার হয়, একটি-দুটি করে শাখা বিস্তার করে এবং পরিণত হয় মহিরুহে। নতুন উৎসাহ আর উদ্যমে আমরা এগিয়ে যাবার স্বপ্ন দেখতে শুরু করি ঈমানি জীবন ও যাপন সাজাবার।
নিজেকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠার অন্যতম এক ধাপ ইসলামের এই সব মহান পুরুষদের অধ্যয়ন এবং বাস্তব জীবনে তাঁদের ইমান আর আমলের প্রতিফলন ঘটানো। আর এই মুসলিম হয়ে ওঠার সাধনায় আপনার সহযোগী হোক সমকালীন প্রকাশনের বই ‘সালাফদের জীবনকথা’।
There are no reviews yet.