আমি এমন একজন জীবনসঙ্গীর স্বপ্ন বুকে লালন করতাম—‘যার সহযোগিতায় আমি সন্তানদের ইসলামী অনুশাসনে গড়ে তুলতে পারবো। স্বামী-সন্তান নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে পরস্পরের জন্য দুআ করবো। তাহাজ্জুদের সালাতে আমরা সবাই পাশাপাশি দাঁড়াবো। ঘরের দুয়ারে দাঁড়িয়ে হাতেহাত ধরে স্বামী-সন্তানের মসজিদে গমনের নয়নাভিরাম দৃশ্য অবলোকন করবো। স্বামী মসজিদ থেকে ফিরে এসে জিজ্ঞেস করবে—‘আজ কুরআন কতোটুকু মুখস্থ করেছো? আজ কয়-পারা কুরআন তিলাওয়াত করেছো?
সন্তান বলবে—‘আম্মু আমি আজ মসজিদে প্রবেশের দুআ শিখেছি। তুমি শিখবে?…’
এই স্বপ্ন পূরণের জন্য আমি গভীর রাতে তাহাজ্জুদ পড়তাম। অঝোরে অশ্রু ঝরাতাম।
এই সব স্বপ্নের কারণেই হয়তো আমি বেশি সন্তান নেওয়ার চিন্তা করতাম। এমন একটি স্বপ্নময় পরিবার ও শান্তিময় পরিবেশ কে না চাইবে? তাই আমি আমার পরিবারকে অনেক সম্প্রসারিত করার স্বপ্ন দেখতাম। ছেলে-সন্তানের কলকাকলিতে ঘরদোর মুখরিত রাখতে চাইতাম। তাছাড়া আমি কামনা করতাম—আমার মাধ্যমে অনেক সন্তান জন্মলাভ করুক এবং সকলেই এক আল্লাহর ইবাদাতে নিজেদের নিরত রাখুক। কেননা এটি নারীর সর্বোচ্চ সম্মাননা। এতে নারীর সাওয়াব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।’
‘সেইসব দিনরাত্রি’ বই থেকে কিয়দংশ…
There are no reviews yet.