মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের লোকদের গরু জবাই করতে বললেন (সুরা বাকারা ৬৮-৭৩ তখন ওরা) জানতে চাইল যে তিনি উপহাস করছেন কি না? আসলে তারা বুঝতে পারছিল না যে, খুনি কে এটা জানার সাথে গরু জবাই করার কী সম্পর্ক! অর্থাৎ, আল্লাহর নির্দেশের যৌক্তিকতা তারা বুঝতে পারছিল না। তাই তারা সাথে সাথে নির্দেশ পালন করেনি।
আমাদের কোনো স্বভাবের সাথে কি মিল পাই? চারপাশে এমন কত হাজারো কেস দেখেছি যেখানে মানুষ ইসলামের একদম মৌলিক বিষয়গুলো পালন করছে না, শুধু এটা তাদের কাছে বুদ্ধিবৃত্তিকপন্থায় গ্রহণযোগ্য হচ্ছে না বলে। আজকের অর্থনীতিতে সুদ কীভাবে নিষিদ্ধ হতে পারে, মিউজিক কীভাবে হারাম হতে পারে এগুলো আমাদের বুঝে আসে না বলে, স্রেফ বুঝে আসে না বলে এগুলো থেকে আমরা বিরত থাকি না।
এখানে প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা আল্লাহর আদেশের পেছনে প্রজ্ঞা খুঁজতে যাব না? আল্লাহ আমাদের যে মগজ, চিন্তা ও বিশ্লেষণী-শক্তি দিয়েছেন তা কি আমরা কাজে লাগাব না? কুরআনের পাতায় পাতায় তো আল্লাহ আমাদের চিন্তাশীল হতে বলেছেন, মাথা খাটাতে বলেছেন; তাহলে?
There are no reviews yet.