আল্লামা ইদরিস কান্ধলবি রহমাতুল্লাহি আলাইহি রচিত ‘সিরাতে মুস্তাফা’- কে সিরাতগ্রন্থের সারাংশ বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম থেকে নিয়ে মাক্কি জীবন, মাদানী জীবনসহ মৃত্যু পর্যন্ত সর্ববিস্তর আলোচনা করেছেন এই গ্রন্থে। সম্পূর্ণ তাত্ত্বিকভাবে দলিল প্রমানসহ প্রতিটি বিবরণ উপস্থাপন করেছেন । কিতাবের শেষদিকে নবীজির শামায়েল ও সিফাতগুলো ফুটিয়ে তুলেছেন পাঠকের আয়নায়। আলোচনার ফাঁকে ফাঁকে ‘লক্ষনীয়’ ‘ইলমিতত্ত্ব’ সংযোজন করে আরো জ্ঞানসমৃদ্ধ করেছেন গ্রন্থটিকে। অনেক জায়গায় বিরোধীপক্ষের সমালোচনা তুলে ধরে তা খন্ডন করেছেন। সাথে সাথে ওরিয়েন্টালিস্টদের বহু অমূলক, অযৌক্তিক আপত্তির সমুচিত জবাব প্রদান করেছেন এই গ্রন্থে।
বইটিকে বেশি আকর্ষণীয় করে তুলেছে বিভিন্ন কবির সংযোজিত শ্লোকগুলো। বিষয়ের সাথে বন্ধনযুক্ত কবিতাগুলো পাঠকের পাঠস্পৃহা দ্বিগুন করে তুলে। সবচে বেশি কবিতা উপস্থাপন হয়েছে নবীজির সিরাত নিয়ে রচিত আল্লামা ইরাকির কাব্যগ্রন্থ থেকে। তাছাড়া আরবি ফারসি আরো বহু কবিতা এনেছেন ইদরিস কান্ধলবি রহ.।
অনেক সময় টিকার মাধ্যমে মতনের জটিল বিষয়ের সমাধান টেনে এনেছেন বিস্তারিত ভাবে। যে টিকাগুলো অপূর্ণতৃপ্তিতে ঢালে পূর্ণতার আবে জমজম। সবমিলিয়ে বইটি অসাধারণ। তথ্যবহুল ও তত্ত্বপূর্ণ একটি সিরাতগ্রন্থ হলো এই ‘সিরাতে মুস্তাফা’।
There are no reviews yet.