বইটি থেকে :
কত রাসূলের পদছোঁয়া আমি, আমাকে গিয়েছো ভুলে
তেল আবিবের পদধূলি তুমি মাথায় নিয়েছো তুলে
আমিই তোমার প্রথম কিবলা, আমাকে চেনো না তুমি!
চিনবে কীভাবে? কিবলা তোমার ওয়াশিংটনের ভূমি।
আমার রোদন শ্রবণে তোমার চোখে কি শ্রাবণ ঝরে?
তোমার হৃদয়ে ঘুমানো উমার কখন গিয়েছে মরে?
আমি অনুক্ষণ তোমার আসার প্রতীক্ষাতেই রই-
তোমার বুকের পাঁজরে লুকানো সালাহুদ্দীন কই?
There are no reviews yet.