এই সময়ে এক জাতি সময় পর পর উদ্ভট তত্ত্ব দিয়ে যাচ্ছে । এক দেশ এক জাতির নামে, ভিন্ন ধর্মাবলম্বীর কৃষ্টিকে দেশের জন্য ভয়ংকর করে উপস্থাপন করছে । সাম্প্রদায়িক সংঘাত এর দিকে টেনে নিয়ে যাচ্ছে । তাদের মূল ধর্মের উপস্থাপনের নামে মিথ্যা তথ্য, স্রষ্টার অস্তিত্ব জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে । আসলেই কি ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয়, নাকি উপলব্ধির বা ফিতরাত গত বিষয় । সেই জাতির এক ভাইয়ের ফিতরাতের ধর্মে ফিরে এবং সেই ধর্মের বিশ্লেষণ নিয়ে, আমাদের আজকের বই পরিচিতি ।
বই : সনাতন হিন্দুধর্ম ও ইসলাম
‘বুটা সিং নামের এক শিখ তরুণ মাত্র বারো বছর বয়সে এ বইটি অধ্যয়ন করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। সেই তরুণ আজকের ইতিহাসে ইমামে ইনকিলাব মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি নামে চির স্মরণীয় হয়ে আছে।’ প্রাথমিক ধারণামূলক লাইন ক’টি পড়ার পর একজন পাঠকের পক্ষে নির্বিকারভাবে বইটি রেখে দেওয়ার কোনো অবকাশ নেই।
আজ থেকে প্রায় দু শ বছর আগেকার কথা। ভারতের পায়েল নগরীতে জন্ম নেওয়া যুবক অনন্ত রাম। পৈত্রিকভাবে হিন্দু ধর্মের অনুসারী হলেও সেই ধর্ম সম্পর্কে যতই জানছেন, ততই তার অনাস্থা সৃষ্টি হচ্ছে। ধর্মের সাথে আত্মিক প্রশান্তি জড়িত। পৈত্রিক ধর্মে আত্মিক প্রশান্তির পরিবর্তে তার মাঝে অশান্তি বাড়ছে। সিদ্ধান্ত নিলেন, সবগুলো ধর্ম পড়ে, জেনে এবং যাচাই করে তারপর সত্যটিকে অনুসরণ করবেন। সেই অনুসন্ধান থেকে যুবক অনন্ত রাম হয়ে উঠলেন উবায়দুল্লাহ। পরবর্তীতে মাওলানা উবায়দুল্লাহ!
There are no reviews yet.