‘সন্তান প্রতিপালনের মৌলিক গুনাবলী’ বইটি মুফতি আবু লুবাবা শাহ মনসুর এর লেখা চমৎকার একটি বই । বইটি অনুবাদ করেছেন মাওলানা জুনাইদ আহমেদ ও এটি সম্পাদনা করেছেন মাওলানা আহসান ইলিয়াস । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটির প্রকাশনা সংস্থা মাকতাবাতুল হেরা প্রকাশনী এবং এর প্রকাশক হাবীবুল্লাহ মিসবাহ । প্রচ্ছদ ডিজাইন করেছেন কাজী যুবাইর মাহমুদ । সন্তান লালন পালন সকলেরই করতে হয় যাদের সন্তান আছে , সন্তান আল্লাহর রহমত তার বান্দার জন্য , এই সন্তান কে প্রতিপালন করা সম্পর্কে অনেকেই অজ্ঞ । সঠিকভাবে যদি সন্তান কে প্রতিপালন করা হয় , তাহলে ভবিষ্যতে সেই সন্তান সুসন্তান হওয়ার সুযোগ বেশী থাকে । শিশু মন যা দেখে তাই শিখে , একদম ছোটকালে বাচ্চাদের যা শেখানো হয় তারা তাই শিখে । এই জন্য একদম শিশুবেলা থাকেই বাচ্চাদের যত্ন করা জরুরী ।পাশাপাশি তাদের জন্য কখন কি করলে কিভাবে কি করলে তা ভবিষ্যতে তাদের জন্য ভালো হবে তা জানা থাকা উচিত । শিশু বয়সেই সন্তান কে তাদের চরিত্র গঠনের ব্যাপারে বোঝাতে হবে , তাদের মধ্যে এই ধারনা আনতে হবে যে চরিত্র মানুষের সবচেয়ে বড় গুন, এর পরে সন্তান কে ক্রমান্বয়ে শেখাতে হবে ধর্মীয় ব্যাপার , সহনসীলতা , দায়িত্ববোধ । শিশুদের কিছু বদ অভ্যাস সৃষ্টি হয়ে যায় , মিথ্যা বলা , চুরি করা , অশ্লীল কথা বলা , এই সকল ব্যাপারে শিশুদের কে অবশ্যই শাষনের মধ্যে রেখে এর কুফল সম্পর্কে সচেতন করে তাদের সুসন্তান বানানোর দিকে অগ্রসর হতে হবে । এইরকম অনেক তথ্য ও দরকারী বিষয়বস্ত নিয়ে লেখা হয়েছে সন্তান প্রতিপালনের মৌলিক গুনাবলী বইটি যা পাঠকদের বিশেষ করে যাদের সন্তান রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী হবে তা নির্দিধায় বলা যায় ।
Weight | 0.5 kg |
---|
There are no reviews yet.