মানুষে মানুষে হিম্মতের পার্থক্য হয়, এমনকি প্রাণীতেও
.
একেক প্রাণীর হিম্মত একেক পর্যায়ের।
মাকড়সা জন্মের পর থেকেই নিজের জাল নিজে বোনা শুরু করে। মায়ের অনুগ্রহ গ্রহণ করে না।
সাপ অন্যের তৈরি করা গর্ত খুঁজে বেড়ায়। কারণ, তার স্বভাবে রয়েছে জুলুম।
কাক খোঁজে মৃত প্রাণী।
বাজপাখি শুধু জীবিতদের ওপরই হামলা করে।
সিংহ বাসি খাবার খায় না।
হাতি খাবার পাওয়ার আগ পর্যন্ত চাটুকারিতা করতে থাকে।
আর গোবরেপোকা বিতাড়িত হয়েও ফিরে আসে।
মুতালম্মিস বলেন :
إِنَّ الْهَوَانَ حِمَارُ الْبَيْتِ يَأْلَفُهُ *** وَالْحُرُّ يُنْكِرُهُ وَالْفِيْلُ وَالْأَسَدُ
ولا يُقِيمُ بِدَارِ الذُّلِّ يَأْلَفُهَا *** إِلَّا الذَّلِيْلَانِ عَيْرُ الْحَيِّ وَالْوَتَدُ
هَذَا عَلَى الْخَسْفِ مَرْبُوْطٌ بِرُمَّتِهِ *** وَذَا يُشَجُّ فَمَا يَأْوِيْ لَهُ أَحَدٌ
There are no reviews yet.