কুরআনের সাথে সময় অতিবাহিতকারীর মর্যাদা ও ফযিলত
————————————
যারা কুরআন নিয়ে ব্যস্ত সময় কাটায়, তাদের গৌরব এবং সম্মানের জন্য এটিই যথেষ্ট যে, তাদের উপর কুরআন পাঠের মজলিসেই শান্তি বর্ষিত হয়; আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে নেয়; ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তায়ালা তাঁর কাছে-থাকা ফেরেশতাদের নিকট সে-সব ব্যক্তিদের আলোচনা করেন।
এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! এর চেয়ে বড় মর্যাদা আর কী হতে পারে! হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ
“যখন কিছু ব্যক্তি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে কুরআন তিলাওয়াত করে এবং নিজেদের মাঝে কুরআন বিষয়ে গবেষণা করে, তখন তাদের উপর শান্তি বর্ষিত হয়। আল্লাহর রহমত তাদেরকে ঘিরে নেয়। ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে এবং আল্লাহ তায়ালা তাঁর কাছে-থাকা ফেরেশতাদের নিকট তাদের আলোচনা করতে থাকেন।”
[সহিহ মুসলিম : ২৬৯৯]
‘যিকিরে-ফিকিরে কুরআন’ বই থেকে… শাইখ সালিহ আল মুনাজ্জিদ এর লেখনি বাংলায় ভাষান্তরিত করেছেন মাওলানা আবদুল্লাহ আল মাসউদ।
প্রকাশিত হল মাকতাবাতুল আসলাফ থেকে…
Weight | 0.45 kg |
---|
There are no reviews yet.