Dark Light
-25%
,

ফিলিস্তিনের পাশে থাকুন FILISTINER PASHE THAKUN – Be With Palestine

Availability:

5 in stock


বই: ফিলিস্তিনের পাশে থাকুন
প্রকাশ: রাহনুমা প্রকাশনী
মূল: ডা. রাগেব সারজানী
অনুবাদ: আশরাফুল হক
পৃষ্ঠা : ৫৭৬

525.00 700.00

5 in stock

Compare

ফিলিস্তিনের পাশে থাকুন
________________
ফিলিস্তিনের নির্যাতিত ভাইবোনেদের সঙ্কটকে প্রতিপাদ্য করে বইটি সাজিয়েছেন ডা. রাগেব সারজানী। বিস্তর চিন্তার উদয় ঘটিয়েছেন বইটিতে। বিভিন্ন কর্মকৌশল ও পরিকল্পনার অসংখ্য বর্ণনা গেঁথে দিয়েছেন। নিপীড়িত এই অবরুদ্ধ ভূখণ্ডের পাশে দাঁড়ানোর পথ যখন মুসলিম উদ্দীপ্ত অরুণ-তরুণদের জন্য বাহ্যিকভাবে খোলা নেই, তিনি বাতলে দিয়েছেন এরও বিকল্প সব বাস্তব উপায়! এসব কর্মপদ্ধতি ফিলিস্তিনের সঙ্কট নিয়ে লেখা হলেও পড়তে পড়তে মনে হবে এতো কেবল ফিলিস্তিন নয় গোটা বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহর পরিত্রাণের সহায়ক। বইটিতে বর্ণিত কর্মকৌশলগুলো নিয়ে ভাবতে ভাবতে পাঠক আবিষ্কার করবেন—আহা, এতো অবরুদ্ধ কাশ্মীর , জ্বলে ভস্ম হওয়া আরাকান কিংবা সুদূরের মৃত্যুপুরী সিরিয়ায় মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্যও যুগোপযোগী পদক্ষেপ! নিজের ওপর অতৃপ্তির প্রশ্ন দোলা দেবে—আমি কেনো এসব কৌশল প্রয়োগ করে মুসলিম ভাইবোনদের সহযোগী হচ্ছি না? কাফির সম্প্রদায়ের পাঁজর ভেঙে দেওয়ার এ চমৎকার উপায় কেনো আমরা গ্রহণ করছি না! পাঠক, অসহায়ত্বের করুণ হাই তোলে যারা শুধু দোয়ার ওপর ভর করে দিনশেষে আরামের বিছানায় গা এলিয়ে শুয়ে থাকেন, তাদের দায়িত্বের অপার বর্ণনা পড়ে আপনি রীতিমতো চমকে ওঠবেন। নিজেকে নিয়ে প্রমোদ গুনবেন— হায়, কোন চিন্তার জগতে আমার বাস! কোন কল্পনার মিথ্যে প্রাসাদে আমার বসবাস! হয়তো নিজেকে মনে হবে একজন নির্দয় জালেম কিংবা ক্ষমার অযোগ্য অপরাধী। চিন্তার জগতে ভাঁজ ফেলে বলবেন, আমার ভাই নির্যাতিত হবার জন্য পরোক্ষভাবে আমিই দায়ী নই তো!!

প্রিয়ো পাঠক, আপনি পৃথিবীর যে অঞ্চলের বা যে পেশারই হোন না কেনো। আপনার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে ‘ফিলিস্তিনের পাশে থাকুন’। নির্যাতিত মুসলিম উম্মাহর পাশে দাঁড়াতে আপনি আমি যেনো প্রবঞ্চিত না হয়ে যাই বিতাড়িত শয়তানের প্ররোচনায়। তাই অঞ্চল ও পেশাভেদে সকলের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পরম বাস্তব দায়িত্ববোধের পথনির্দেশনা। ছাত্র, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, চাকুরিজীবী, রাজনীতিবীদ,রাষ্ট্রপ্রধান, কূটনীতিক বা খেটে খাওয়া কায়িক শ্রমিক কিংবা নিষ্ঠাবান অমুসলিম সম্প্রদায়—সবার দায়িত্ব পালনের জন্য এখানে আছে সাবলীল অথচ যৌক্তিক বর্ণনা। ব্যক্তি, পরিবার, সুহৃদ-বন্ধুজন, সংগঠন-সংস্থা, সমাজ-রাষ্ট্র সবার জন্যই বইটিতে গ্রহণীয় ও করণীয় নানান বিষয়ের পসরা সাজানো আছে। মানবতার কল্যাণে যারা সদা প্রস্তুত। তাদের কর্মোদ্দীপ্ত খোরাক এই ‘সাজানো পসরা’ থেকে পেয়ে যাবেন। মোটকথা, নির্যাতিত মুসলিম ভাইবোনদের পাশে দাঁড়ানোর মহান ব্রত যাদের রয়েছে তাদের চিন্তার পরিধি, ভাবনার ব্যাপ্তি ঘটাতে বইটি খুবই সহায়ক। বিজাতি ও ইহুদিদের সকল দম্ভ চূর্ণ করে নিজেদের বলয়ে সুদৃঢ় দুর্গ প্রতিষ্ঠা করবার জন্য এখান থেকে চিরায়ত কৌশল আবিষ্কার করতে পারবে চৌকস পাঠক।

একবসায় শেষ করাবার বই নয় এটি। একটু পড়তে হয় তারপর ভাবতে হয়। নিজের সঙ্গে, পরিবেশের সঙ্গে মিলিয়ে নেবার, মানিয়ে নেবার অনুশীলন করতে হয়। এতেকরে, নতুন নতুন কাজের ক্ষেত্রও তৈরি করা যায়। তাই শুধু চিন্তার জগতে হাবুডুবু খেলে চলবে না। নির্যাতিত ভাইবোনদের সাহায্যার্থে প্রস্তুত হতে হবে এখনই। সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে পরিকল্পনা মোতাবেক। বইয়ের আলোচনা ‘মলাটবদ্ধ’ যেনো না থাকে। প্রজ্ঞাপূর্ণ প্রস্তাবনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবার আপ্রাণ চেষ্টা করতে হবে। এতে পঠিত অনুভূত বিষয়গুলোর সরল সমীকরণ দাঁড় করানো সম্ভব হবে। এভাবেই সবার তরে নিজেকে বিলিয়ে দেবার মানবতাবোধ জেগে ওঠবে সহসা। বইয়ের পাতায় পাতায় লেখক জোর দিয়েছেন এই বিষয়টির প্রতিই।

বইটির অনুবাদে যথেষ্ট যত্নের ছাপ আছে। বোঝাই যায়, প্রতিটি শব্দ, বাক্য মূল লেখকের আবেদনকে অক্ষুণ্ণ রেখেই ভাষান্তরের প্রয়াস করেছেন অনুবাদক। অনুবাদের কষ্টসাধ্য কাজটুকু আঞ্জাম দিয়েছেন মাওলানা আশরাফুল হক। বাংলায় অনূদিত বইটির অনন্য বৈশিষ্ট্য হলো—নীতিবিশিষ্ট চিন্তক, গবেষক, সম্পাদক মাওলানা মানযূর আহমাদ সাহেবের (Manzur Ahmad) একটি সুদীর্ঘ ভূমিকা আছে। ইহুদিরা কুদস দখলের যে অন্যায় অধিকারের বিষ ছড়িয়ে দিয়েছে সারাবিশ্বে। তা নিরসনে ভূমিকাটি যথেষ্ট অনবদ্য। ইতিহাসের সামান্য অলিগলি ঘুরে পাঠকের মননে বিশ্বাস দৃঢ়ভাবে প্রোথিত হবে, এই কুদস সর্বকালে মুসলমানদেরই সম্পদ। অভব্য ইহুদিদের কৃত্রিম আভিজাত্যের লোভাতুর অভিলাষে কুদসের পবিত্রতা আজ ধ্বংসের মুখে। যুগে যুগে এই কুদস ছিলো বিশ্বাসীদের উপাসনালয়—ইবাদতগাহ। কুদসসহ এই পবিত্র নগরী ফিলিস্তিন একমাত্র মুসলমানদের নৈতিক ও ঐতিহাসিক অধিকার। এই সত্য নিঃসঙ্কোচে পাঠকের মনে গেঁথে থাকবে চিরকাল। ভূমিকাটি প্রকৃতপক্ষে পুরো বইয়ের মননশীল আবেদনকে একজন পাঠকের অদম্য স্পৃহায় চিরন্তন করে রাখবে। আর ভালোবাসার অনুরণনে ফিলিস্তিনকে আগলে রাখার প্রমাণস্বরূপ নিজের জীবন, সহায়সম্পদ ত্যাগ করতে অকুণ্ঠিত করবে।

বইটি হোক আমাদের নিত্যদিনের সঙ্গী। ভাবনার অনুষঙ্গ। মুসলিম উম্মাহর নির্যাতিত ঘটনাচিত্রে অসহায়ত্বের হতাশায় ভুগেন যারা, তাদের জন্য আশার বাণী। দায়িত্ববোধ হোক আর মানবতার দায়বদ্ধতা থেকে হোক; যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে বইটি থাকুক সবার পাশে। এই প্রত্যাশা প্রত্যেক মুসলিম ভাইবোনের সমীপে।

Weight 0.5 kg

Based on 0 reviews

0.0 overall
0
0
0
0
0

Be the first to review “ফিলিস্তিনের পাশে থাকুন FILISTINER PASHE THAKUN – Be With Palestine”

There are no reviews yet.

You may also like…

SHOPPING CART

close