হাসান ইবনু আলি—খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা। নবিজির প্রিয় দৌহিত্র। যখন খিলাফতের শুভ্র-ধবল আঙিনায় রক্তের দগদগে দাগ, তখন তিনি উম্মাহর ঐক্যের জন্য বেছে নিয়েছিলেন সমঝোতার পথ। উম্মাহকে দেখিয়েছিলেন সুন্নাহর সরল সরণি।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই প্রিয় দৌহিত্র সম্পর্কে বলেছেন, ‘আমার এই ছেলে ভবিষ্যতে নেতা হবে। অচিরেই তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের বিরাট দুটি দলকে সমঝোতায় পৌঁছাবেন।
রাসূলের বাণীকে সত্য করে সমঝোতার এক মহান কীর্তি স্থাপন করেন উম্মাহর এই মহান ইমাম। প্রতারকদের হাতে শহীদ হয়ে পারি জমান ওপারে; কিন্তু উম্মাহর আস্থা ও বিশ্বাসে টল আসতে দেননি। তার মাধ্যমে আবার ফিরে আসে চারপাশে আল্লাহর দীন ছড়িয়ে পড়ার মাহেন্দ্রক্ষণ।
মহান এই খলিফার জীবনী জানতে পড়ুন—হাসান ইবনু আলি : জীবন ও শাসন।
There are no reviews yet.