জীবন আমাদের সামনে প্রতিনিয়ত হাজির হয় বিপুল পরিমাণ উপদেশ নিয়ে। সেগুলো আমরা খুব কমই কুড়িয়ে নেই। আমাদের সামনে হরহামেশা ঘটে চলা ঘটনাবলী আর ছড়িয়েছিটিয়ে থাকা দৃশ্যাবলী ভাবনার জগতে খুব কমই আলোড়ন তোলে।
এই গড়পড়তার ভেতরেও কিছু ব্যতিক্রমী মানুষ থাকেন, যারা জীবন সংশ্লিষ্ট ঘটনাগুলো ভাবতে ভালোবাসেন। সেই ভাবনা থেকে ভালো কিছু তুলেও আনতে পারেন। তেমনই একজন লেখিকা হলেন রেহনুমা বিনতে আনিস। আর তেমনই কিছু ভাবনা আর বোধের ফসল হলো জীবনের সহজ পাঠ নামক এই বইটি।
আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে, তিনি আমাকে বইটির শরঈ সম্পাদনা করার তাওফীক দান করেছেন। সম্পাদনাকালে আমি যে কাজগুলো করেছি সেগুলো হলো, বইটিতে উল্লেখিত হাদীসগুলো যাচাই ও উৎসমূল নির্দেশ, আয়াতসমূহের অর্থ যাচাই, কিছু ত্রুটিপূর্ণ বর্ণনা বিয়োজন, সঠিক বর্ণনা সংযোজন, আপত্তির অবকাশ থাকে এমন কিছু বাক্যের সংশোধন ইত্যাদি।
বইটি পড়েছি আর জীবনবোধ কীভাবে মানুষকে গভীর থেকে গভীরে নিয়ে ভাবতে শেখায় তার পরিচয় পেয়েছি। আপত নজরে যেটা খুব স্বাভাবিক ও সাধারণ ঘটনা সেটাকেও বোধ ও ভাবনার সহায়তায় লেখিকা এমনভাবে উপদেশযোগ্য করে ফুটিয়ে তুলেছেন যা সত্যিই তার পারঙ্গমতার সাক্ষ্য বহন করে।
বইটি তার নামের মান বজায় রেখে পাঠকের সামনে জীবনের সহজ পাঠ সহজভাবে তুলে ধরবে এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা বইটিকে কবুল করে নিন। লেখিকাসহ আরও যারা বইটি ছাপার অক্ষরে আসার পেছনে সচেষ্ট ছিলেন তাদেরকেও কবুল করুন। বিশেষকরে রোকন ভাই ও ইসমাঈল ভাইকে আল্লাহ তাআলা তাদের আন্তরিকতার পরিপূর্ণ প্রতিদান দিন। আমীন। ইয়া রব্বাল আলামীন।
There are no reviews yet.