আল্লাহ তা’আলা এরশাদ করেন.
তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। অতঃপর যখন সে তার সঙ্গিনীর সাথে মিলিত হল, তখন সে হালকা গর্ভধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল। অতঃপর যখন সে ভারী হল, তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকল, যদি আপনি আমাদেরকে সু সন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞ এর অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি তাদেরকে এক সু- সন্তান দান করলেন,তখন তাদেরকে তিনি যা প্রদান করেছেন সে বিষয়ে তারা তাঁর বহু শরিক নির্ধারণ করল। বস্তুতঃ তারা যাদের শরীর করে তাদের থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। তারা কি এমন কিছুকে শরীক করে, যারা কোন কিছু সৃষ্টি করতে পারে না। আর তারা তাদেরকে কোন সাহায্য করতে পারে না। সূরা আ’রাফ:189-192
(আরো বিস্তারিত জানতে অবশ্যই বইটি আপনাকে পড়া লাগবে)
There are no reviews yet.