হে মুমিন, তুমি কি জানো, মিল্লাতে ইবরাহিম তোমাকে কী শিক্ষা দেয়? দীপ্ত স্বরে কীসের ঘোষণা দিতে বলে? মিল্লাতে ইবরাহিম তোমাকে শিক্ষা দেয়— ইবাদত হবে একমাত্র আল্লাহর, যিনি এক-অদ্বিতীয়; যাঁর কোনো শরীক নেই । মিল্লাতে ইবরাহিম তোমাকে শিক্ষা দেয়— একনিষ্ঠ মুসলিম হওয়ার। মিল্লাতে ইবরাহিম তোমাকে বলে— উচ্চকণ্ঠে তাওহিদের ঘোষণা দাও। সকল মুশরিকের উদ্দেশে দীপ্ত স্বরে জানিয়ে দাও—
إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ
‘নিশ্চয়ই তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করছ, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের (আকিদা-বিশ্বাস) অস্বীকার করি। আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে।’
-1%

Weight | 0.25 kg |
---|
There are no reviews yet.