যে আযান শেষ হলো না
বিলাল স্বপ্নে দেখলেন, আল্লাহর রাসূল তাকে বলছেন, বিলাল তুমি আমাকে ভুলে গেলে! কত দিন হয়ে গেল আমাকে দেখতে এলে না। বিলাল কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠলেন। কালবিলম্ব না করে মদিনার পথে রওনা দিলেন।
মদিনা পৌঁছে তিনি মসজিদে নববিতে দৌড়ে গেলেন। রাসূলের রওজায় বসে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। স্মৃতিকাতর হয়ে পড়লেন। সে কান্না থামবার নয়। সে বেদনা বোঝানোর নয়। সে যাতনা সয়ে যাওয়ার নয়। পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো। সবাই তাকে সান্তনা দিলেন।
আল্লাহর রাসূলের কলিজার টুকরো হাসান ও হুসাইনের সাথে সাক্ষাৎ হলো। তিনি তাদের জড়িয়ে ধরে আদর করলেন। চুমু খেলেন। নামাজের সময় সমাগম। হাসান-হুসাইন আবদার করলেন বিলালকে একটি বারের জন্য আযান দিতে। প্রথমে অস্বীকৃতি জানালেও তাদের উপর্যুপরি অনুরোধ তিনি ফেলতে পারলেন না। মসজিদে নববির ছাদে উঠলেন। শুরু হলো আযান।
আল্লাহু আকবার, আল্লাহু আকবর…..
বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলে তাকালেন। কোথায় মুহাম্মাদুর রাসুলুল্লাহ? নবি বিয়োগের ব্যথা যে আবার ককিয়ে উঠল। বিলাল কান্না শুরু করলেন। সে কান্না তো থামবার নয়। তিনি চেষ্টা চালালেন বারবার স্বাভাবিক হতে। পারলেন না। আযান তার গলা দিয়ে বের হয় না। বিলাল আবারও মূর্ছা গেলেন। আযান শেষ হলো না।
* “মুয়াজজিন” থেকে।
There are no reviews yet.