অফুরন্ত বিশ্বাস
❤️ বুক রিভিউ ❤️
Arafat Zaman
==============
খুবই চমৎকার একটি বইয়ের নাম ‘অফুরন্ত বিশ্বাস’। এত এত বিশ্বাস থাকার পরেও নাস্তিকদের মাঝে বিশ্বাস এর অভাব থেকে বইটির নামকরণ যথোপযুক্ত হয়েছে। বইটির কভার ফটো লেখনীর ধারা বজায় রেখেছে, আর তা পেরেছে অন্ধকার এর মাঝে আশার আলোর বাণী রুপে। সম্পাদক এর জন্য বিশেষ ধন্যবাদ ইসলামী দলিল গুলি আমি চেক দিয়েছি সব ঠিক আছে, দলিল গুলি খুব ভালো লেগেছে । তবে বইটির পৃষ্ঠার মান ভালো। বিশেষ করে তরুণ লেখক হিসেবে লেখকের ধারা ছিল অসাধারণ, তার লেখার গতি আর যৌক্তিকতাই বইটির সৌন্দর্য বহন করে, যা শুধু নাস্তিক নয় যে কোন মানুষকে ভাবতে বাধ্য করবে। এই বইটি পড়লে নাস্তিকতার আসল রুপ খুঁজে পাওয়া যাবে। আর বইটির সবথেকে গুরুত্বপূর্ণ দিক যার কারণে বইটি অন্যান্য বই থেকে আলাদা আর তা হচ্ছে বইটির “উপস্থাপন” আর “চিন্তার ধারা”। এছাড়া ৬৩ পৃষ্ঠার বইটির মূল্য মাত্র ৭০ টাকা, যা আসলে বইটির মানের তুলনায় খুবই নগন্য। সবশেষে বইটির লেখক ” মাওলানা রুহুল আমীন সিরাজী” ভাই এর জন্য রইল অনেক অনেক দুয়া যাতে করে তিনি এরকম আরো বই আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন।
মাআসসালাম………!
There are no reviews yet.