পবিত্র বাইবেল ♥পরিচিতি ও পর্যালোচনা
হাদিস ও সুন্নাহ চর্চায় ড. জাহাঙ্গীর (রা) কে নতুন করে পরিচিয় করে দিতে হয় না। বক্তা ও একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে বিগত দুই দশক ধরে তিনি জনপ্রিয়। তাঁর হঠাৎ তিরোধান আমাদের উপমহাদেশের সুন্নাহ চর্চায় অনেক বড় অপূর্ণতা এনে দিলো।পবিত্র বাইবেল- পরিচিতি ও পর্যালোচনা: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রা:) রচিত একটি অনন্য গবেষণা গ্রন্থ। তাঁর বেশ ক’টি অনন্য গবেষণার মাঝে এটি উল্লেখ যোগ্য হিসেবে বিবেচিত হবে। প্রায় ৭৭৪ পৃষ্ঠার এ গ্রন্থে আলোচিত হয়েছে:
১.বাইবেল পরিচিতি
২.পাণ্ডুলিপি,প্রমাণ্যতা ও অভ্রান্ততা
৩.বৈপরীত্য
৪.ভুলভান্তি
৫.বিকৃতি
৬.ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা
৭. যীশু ও প্রেরিতগণ বিষয়ক অশোভনীয়তা
৮.অযৌক্তিকতা ও অশালীনতা
৯. হত্যা ও যুদ্ধ-জিহাদ
১০. পবিত্র বাইবেল ও মুহাম্মাদ সা:
১১. বাইবেল বনাম বাইবেলীয় ধর্মবিশ্বাস
♣
বিংশ শতকের মাঝামাঝি থেকে উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়েছে। মুসলমানরা যেহেতু তওরাত, যাবুর, ইঞ্জিল সহ অনন্য ধর্মগ্রন্থের প্রতিশ্রদ্ধাশীল, খ্রিস্ট ধর্মপ্রচারে মুসলিম পরিভাষাগুলো ব্যবহার করে ইসলাম মূল ধারণার বিপরীতে তারা বিবিধ প্রচার প্রক্রিয়া চালু রেখেছে।
তাই, ইসলাম প্রচারকদের জন্য ধর্মীয় অবস্থান থেকে বস্তুনিষ্ঠ আলোচনার জন্য এটি একটি অনন্য সহায়ক গ্রন্থ।
গবেষণা ক্ষেত্রে এ গ্রন্থে কয়েকটি মূলনীতি অনুসরণ করা হয়েছে:
১.পবিত্র বাইবেল বিষয়ক সব তথ্য পাশ্চাত্য বাইবেল গবেষকদের থেকে নেয়া হয়েছে।
২. বাইবেল পর্যালোচনাও পাশ্চাত্য বাইবেল গবেষকদের উপর নির্ভরশীল থাকা হয়েছে।
৩. বাইবেল উদ্ধৃতিতে খ্রিস্ট ধর্মীয় প্রতিষ্ঠান প্রচারিত বঙ্গানুবাদের উপর নির্ভর করা হয়েছে।
♥
মহান আল্লাহ সোবহানা তায়ালা পবিত্র কোরআন শরীফের সুরা আনকাবুতের ৪৬ নম্বর আয়াতে বলেন:
” তোমরা অন্য ধর্মের অনুসারীদের সাথে সর্বোত্তম পদ্ধতি ছাড়া বিতর্ক করবে না।”
সুরা আনআমের ১০৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন:
“আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তোমরা তাদের বিষয়ে কটুক্তি করবে না।”
♦
ইসলামের ব্যাপারে বাঙালী মুসলমানের আবেগ যেন বিবেক ও ইসলাম নিষ্ঠ হয় – এ চেতায় গ্রন্থটি যথাযথ ভূমিকা রাখবে। খ্রিস্ট ধর্মের পর্যালোচনা ইসলামের মৌলিক চেতনা থেকে কী, তা জানতে এ গ্রন্থটি আগ্রহী পাঠকের সহায়ক হবে।
♥
গ্রন্থটি মরহুমের মৃত্যুর পর এ সংক্রান্ত সব আলোচনার সামগ্রিক রূপ। প্রকাশ করেছে আস সুন্নাহ পাবলিকেশন্স।
There are no reviews yet.