কার ঈমান কতখানি, তার প্রথম প্রমাণ হচ্ছে সালাত। একজন মুখে যতই ইসলামের বুলি আওড়াক, সালাম দিক, ইনশা-আল্লাহ বলুক না কেন, সে সত্যিই আল্লাহকে ﷻ তার রব মানে কি না, তার প্রথম পরীক্ষা হচ্ছে সালাত। দিনে পাঁচ ওয়াক্ত সালাত প্রমাণ করে যে, একজন মুসলিম দুনিয়া থেকে আল্লাহকে ﷻ বেশি গুরুত্ব দিতে পেরেছে। কারণ, পাঁচ ওয়াক্ত সালাত যে নিয়মিত পড়তে পারে, সে অফিসের মিটিং, টিভি, অনুষ্ঠান, বেড়ানো, বাচ্চাকে স্কুলে নেওয়া, ব্যবসার ক্লায়েন্টের সাথে মিটিং সবকিছুর মধ্যে থেকেও আল্লাহর ﷻ জন্য সময় বের করাকে বেশি গুরুত্ব দেয়। তার কাছে আল্লাহর ﷻ সামনে দাঁড়ানো দুনিয়ার বাকি সব লোভ এবং দায়িত্বের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কাছে ইসলাম কোনো অবসর সময়ের শখের প্রজেক্ট না, বরং তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।
.
কিন্তু যে তা পারে না, সে বারবার আল্লাহর ﷻ সাথে আপস করে। প্রত্যেকবার সালাত ছেড়ে দেওয়ার সময় মনে মনে আল্লাহকে বুঝায়—কেন আল্লাহর ﷻ উচিত তাকে সালাত বাদ দিলেও কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া। অথবা সে কিছুক্ষণের জন্য জোর করে ভুলে যায় যে, আল্লাহ ﷻ বলে কেউ আছেন। বিবেক যখন জানান দিতে থাকে যে কাজটা ঠিক হচ্ছে না, তখন সে বিবেকের গলা টিপে ধরে। যখন মানুষ এই কাজ নিয়মিত করতে থাকে, তখন শুরু হয় তার পতন। এরপর আরো বড় অন্যায়, আরো ঘন ঘন অন্যায় করা তার জন্য সহজ হয়ে যেতে থাকে। একজন মানুষ যখন নিয়মিত আল্লাহকে ﷻ ‘বুঝ দেওয়া’ শুরু করে, আল্লাহর ﷻ অস্তিত্বকে জোর করে ভুলে থাকায় অভ্যস্ত হয়ে যায়, তখন তার নিচে নামা আর কেউ ঠেকাতে পারে না। তার মধ্যে তখন তাকওয়া বিলুপ্ত হয়ে যায়। আর যার তাকওয়া চলে যায়, সে আর সবসময় মানুষ থাকতে পারে না। মাঝে মাঝেই তার ভেতরের পশুটা বের হয়ে আসে।
.
ওমর আল জাবির প্রণীত
Weight | 0.5 kg |
---|
There are no reviews yet.