ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:-
‘যে মানুষের জন্য সর্বাধিক উপকারকারী, সে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এমন আমল, যার মাধ্যমে তুমি কোন মুসলমানের অন্তরে খুশি প্রবেশ করাবে বা তার কোন বিপদ দূর করবে, অথবা তার কোনো ঋণ পরিশোধ করে দেবে, কিংবা কারো ক্ষুধা নিবারণ করবে।
আর আমার কোন ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য তার সাথে যাওয়া আমার কাছে এই মসজিদে (নববী) একমাস ইতিকাফের চেয়ে অধিক প্রিয়।
যে তার রাগ দমন করে, আল্লাহ তার দোষ- ত্রুটি ঢেকে রাখেন।
শেষ বিদায়ের আগে
রেখে যাও কিছু উত্তম নিদর্শন বইয়ের ১৭ নং পৃষ্ঠা থেকে।
লেখকঃ— শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ
প্রকাশনায়ঃ– রুহামা পাবলিকেশন
There are no reviews yet.