শায়খ আবু সালেহ আল মুনাজ্জিদ (হাফিজাহুল্লাহ)’র লিখিত ‘শামের বিষ্ময়কর সুসংবাদ’ গ্রন্ত্রটি যতোই পড়ছি, ততোই অবাক হচ্ছি! এই শাম সম্পর্কে নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কতোবড় সুসংবাদ দিয়ে গেছেন, অথচ আজ এই শামের কী অবস্তা।
আমার মনে হচ্ছে, অচিরের শামে বিপ্লব ঘঠবে— কেননা রাসূলের কথা কথা কোনোদিনই মিথ্যা হতে পারে না। রাসূলের হাদিস আমাদের আশার বানী শোনায়। ইনশা আল্লাহ, প্রবিত্র শাম অচিরেই মুজাহিদরা আজাদ করবে।
প্রশ্ন হচ্ছে ঐ মুজাহিদরা কারা? কোথায় তাদের অস্তিত্ব?
সেই ভবিষ্যতবানীও রাসূল করে গেছেন।
খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী মুজাহিদের আগমন ঘঠবে। তাদের রুখে দেয়ার ক্ষমতা কারো নেই। আমেরিকার বলো ইসরায়েল বলো— কেউ-ই এই মুজাহিদদের পরাজিত করতে পারবে না। তারা দূর্বারগতিতে এগিয়ে যাবে শামে। দখল করে নিবে বাইতুল মাকদিস। রাসূল আরো বলেন— এই দলেই থাকবে ইমাম মাহদি।
There are no reviews yet.