.
কিন্তু সেই আলো যে আল্লাহ তাআলার দ্বীন, তার দেয়া নূর তা কি কখনো কেউ ম্লান করতে পারে? না পারে না, কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সেসব সত্য অস্বীকারকারী অন্ধকারের বাসিন্দারা যতই চেষ্টা করুক তাদের মুখরোচক মিথ্যে শব্দ, বাক্য, কার্যকলাপ দিয়ে তারা কখনোই তাদের চক্রান্তে সফল হতে পারবে না।
.
আধুনিক বস্তুবাদী দর্শনের এই যুগে, জীবনকে প্রবৃত্তির দাসত্বের শৃংখলে আবদ্ধ রাখার নিয়ত করে ফেলা পাশ্চাত্য ওরিয়েন্টালিস্ট, নাস্তিক, ইসলামবিদ্বেষীদের দ্বারা প্রভাবিত তথাকথিত মুক্তমনারা যখন আল্লাহর অস্তিত্ব, ইসলামের একমাত্র সঠিক ধর্ম হিসেবে আত্মপ্রকাশ, এর নিয়ম কানুন ইত্যাদি নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়া, মিথ্যা প্রমাণ করার জন্য অনলাইন, অফলাইনে উঠে পড়ে লেগেছিলো, তখন আল্লাহর রহমতে যে কয়জন ভাই কলম যোদ্ধা হিসেবে এগিয়ে এসেছেন, তাদের মাঝে জাকারিয়া মাসুদ ভাই অন্যতম একটি নাম।
.
নাস্তিক, সংশয়বাদী, ইসলামবিদ্বেষী তথাকথিত মুক্তমনাদের বিবেক-বোধহীন প্রচার-প্রচারণার বিপক্ষে সত্যকে কিভাবে যুক্তি, তথ্য, উপাত্ত এবং একইসাথে সাহিত্যিক ভঙ্গিতে উপস্থাপন করা যায়, তাই ই ফুটে উঠেছে জাকারিয়া মাসুদ ভাইয়ের “সংবিৎ” বইটিতে।
.
চমৎকার প্রচ্ছদ, দৃষ্টিনন্দন পৃষ্ঠাসজ্জা, নিরেট, নিখুত কন্টেন্ট, রেফারেন্স এর ভিত্তিতে “সংবিৎ” এর এক একটা গল্প যেন সেই অন্ধকারের চামচিকাদের উপর এক একটা ইন্টালেকচুয়াল বুলেট, আর ইসলামপ্রিয় ভাই-বোনদের জন্য এক সুখপাঠ্য যাত্রা।
.
মহান রব্বের অস্তিত্বের বোধ থেকে শুরু করে, তথাকথিত মানব রচিত মতবাদসমূহের অসারতা, এবং প্রত্যেক ক্ষেত্রে ইসলামের সুনিপুণ দিকনির্দেশনা, বাস্তবিক প্রয়োজন যেন চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বইটির প্রতিটি পাতায়। জানতে পারবেন জীবনের একমাত্র স্ট্যান্ডার্ড কেন ইসলাম ছাড়া অন্য কোন আপেক্ষিক তত্ব হতে পারেনা, প্রচলিত ডারউইনিজম ফিলোসফিকে পুজি করে কীভাবে বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকান্ড ঘটানো হয়েছে, পুঁজিবাদ, সমাজতন্ত্র নামক বিষফোঁড়ার কিভাবে বিশ্বে বৈষম্যমূলক এক অস্থিতিশীলতা ধরে রেখেছে, সমকামিতা নামক ঘৃণ্য এক ব্যাধিকে কীভাবে বিজ্ঞানের ধোঁয়া তুলে লিগালাইজ করার অপচেষ্টা করা হয়, এর আসল স্বরুপ, বিজ্ঞান আর ইসলামের সমন্বয়, না সংঘর্ষ বা স্বতন্ত্রতা কোন চোখে দেখা প্রয়োজন, খৃষ্টান মিশনারিদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া বাইবেলের বৈপরীত্য সহ আরো চমৎকার কিছু প্রচলিত মিথ্যা অপবাদের সংশয় নিরসন।
.
বইটি পড়া শেষে যেন মনে হবে, হঠাৎ করেই যেনো চৈতন্য ফিরে আসলো, সংবিৎ ফিরে পেয়েছেন, অন্তর তালাবন্ধ না থাকলে ঠিকই উপলব্ধি করতে সমর্থ হবেন সত্য আর মিথ্যার পার্থক্য। ভালোবাসতে ইচ্ছে করবে বই এর মূল চরিত্র তাকওয়াবান, সময় সচেতন, জ্ঞান অন্বেষণকারী, সত্য উন্মোচনকারী উত্তম আখলাকের সেই “ফারিস”কে।
.
যারা ইতোমধ্যেই বইটি পড়েছেন, তারা হয়তো লক্ষ্য করেছেন কীভাবে বইটি আপনার চিন্তাজগতে প্রভাব ফেলেছে। আর যারা এখনো সংগ্রহ করেননি, তারা এখনই সংগ্রহ করে পড়ে ফেলুন জাকারিয়া মাসুদ ভাইয়ের চমৎকার এই বইটি। পাশাপাশি গিফট করতে পারেন আপনার পরিচিত কোন সংশয়বাদী বন্ধু কে যারা সত্য খুঁজে পেতে চায়, কিন্তু এখনো ফিরে পায়নি সেই চৈতন্য, সেই “সংবিৎ”!
.
সংবিৎ নিয়ে নিজের অভিব্যক্তির কথা লিখেছেন : ভাই Mahfuj Alamin (আল্লাহ তাকে উত্তম বদলা দান করুন)
There are no reviews yet.