সমর্পণ-সন্দীপন
Compare
সন্তান গড়ার কৌশল
Availability:
Out of stock
বইঃ সন্তান গড়ার কৌশল
লেখিকাঃ জামিলা হো
₹113.00 ₹150.00
Out of stock
শিশুরা কঠিন কথা, নিন্দা, অভিযোগ ইত্যাদির চেয়ে অনুপ্রেরণামূলক কথাবার্তায় বেশি সাড়া দিয়ে থাকে।
আনাস (রদিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমি দীর্ঘ দশ বছর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর খেদমতে ছিলাম,এর মধ্যে তিনি একবারও উহ শব্দটিও বলেননি এবং কখনও জেরা করে বলেননি, কেন তুমি এমনটি করেছ বা কেন এটা করোনি?’ (১)
বাচ্চারা যেহেতু সব সময় বাবা-মা’কে সন্তুষ্টই করতে চায়, তাই তাদের প্রশংসা পাওয়ার জন্য সে যে-কোনো কিছু করতে ইচ্ছুক থাকে। এ জন্যে বলা হয় যে, বাবা-মা সন্তানের যেভালো আচরণটি ধরে রাখতে চান, তারা যেন সেই আচরণটির প্রশংসা করেন। তবে হ্যাঁ, প্রশংসা করলে তা মন থেকেই করা চাই। কেবল ফাঁকা বুলি আওড়ানোর দরকার নেই। জগতে কোনো কিছুই মূল্যহীন নয়।সামান্য একটু করুণারও মূল্য আছে।মূল্য আছে অজান্তেই বাবা-মা’র মুখ ফসকে বের হয়ে আসা ছোট্ট কোনো প্রশংসাবাণীরও।
আমরা শুধু সেই কাজেরই প্রশংসা ও উৎসাহ প্রদান করব, যেটা সন্তানের জন্য করা সহজ।অসম্ভব কোনো কিছুর দিকে তাকে উৎসাহিত করব না। বাবা-মা’র মুখের কথার সাথে দেহভঙ্গিও যেন তার সমর্থনসূচক হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। সন্তানদের ব্যাপারে কঠোর আচরণের পরিবর্তে সদা হাস্যোজ্জ্বল থাকা বেশি জরুরি। এতে করে সন্তানরা বাবা-মা’র ভালোবাসা উপলব্ধি করতে পারবে।
সন্তানের উন্নতির জন্য সহায়ক কোনো উত্তম কথা যদি বাবা-মা বলতে না-ই পারেন, তা হলে অন্তত যেন চুপ থাকেন।
আবূ হুরায়রা (রদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “…যে ব্যক্তি আল্লাহ ও বিচার-দিবসে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ” (২)
(১)বুখারি, ৬০৩৮; মুসলিম, ২৩০৯।
(২)বুখারি, ৬০১৮; মুসলিম, ৪৭; আবূ দাঊদ, ৫১৫৪।
Weight | 0.3 kg |
---|
There are no reviews yet.