পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া অন্যতম সেরা নিয়ামত—সন্তান। সন্তানের অস্তিত্বলাভের একেবারে প্রথম দিন থেকে পিতামাতা কত-শত স্বপ্ন আর সাধনা যে বুকের ভেতরে লালন করতে থাকেন—তা বর্ণনার ঊর্ধ্বে। পৃথিবীতে সন্তান হলো পিতা-মাতার প্রতিচ্ছবি। তাদের আদর-যত্ন, আর পরিচর্যার ফলেই সন্তান শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে। তাদের শেখানো একেকটি শব্দ, কথা আর আচার-আচরণ দ্বারাই বিকশিত হতে থাকে সন্তানের মনোজগত।
কিন্তু, দুঃখের সাথে বলতে হয়, সন্তান নিয়ে আমাদের যে-পরিমাণ আশা ও স্বপ্ন কাজ করে, সন্তানের সঠিক লালন-পালনে আমরা ঠিক ততটাই বেখেয়াল। আমরা মনে করি নির্দিষ্ট বয়সে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে স্কুলে পাঠাতে পারলেই সন্তানের শিক্ষা-পর্বের দায়িত্ব শেষ হয়ে যায়। সন্তানকে মজার মজার কৌতুক আর রসবোধ শেখাতে পারাটাই আমাদের অনেকের কাছে সন্তান-পালনের সারকথা। আমাদের কাছে সন্তানের দুষ্টুমি হলো তাদের দুরন্ত বেড়ে ওঠা। অথচ, সন্তানের সুস্থ-বিকাশ, সুন্দর স্বভাব আর সর্বোপরি তাকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে যে-তৎপরতা দরকার, তার অধিকাংশই আমাদের সমাজে অনুপস্থিত। আমরা জানি না, মা-বাবা হিসেবে সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কী।
সন্তান, নিছক কোনো জৈবিক ক্রিয়ার ফল নয়; বরং তারা আমাদের স্বপ্ন, আমাদের পৃথিবী এবং আখিরাতের পাথেয়। সন্তানকে যদি শৈশব থেকে সদাচরণ, সত্য কথা বলা আর পাপ-পুণ্যের পাঠ না দেওয়া হয়, তাহলে বড় হওয়ার সাথে সাথে সেই সন্তান মা-বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাকে আর কোনোভাবেই মূল্যবোধের পাঠ শেখানো যায় না।
একজন মুসলিমের কাছে সন্তান প্রতিপালনের দায়িত্বটা আরও বিশাল। মুসলিম মা-বাবার অবশ্য কর্তব্য হলো—তাদের সন্তানদের প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা। সন্তানকে প্রকৃত মুসলিম হবার এই পাঠ খুব শৈশবেই দিতে হয়। সন্তান যেদিন জন্মলাভ করে, সেদিন থেকেই মা-বাবার ওপর এই দায়িত্ব এসে পড়ে।
সন্তানের নাম রাখা থেকে শুরু করে তার আকীকা, তার শিক্ষাদীক্ষাসহ বিস্তৃত দিকনির্দেশনামূলক বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করেই কলম হাতে তুলে নিয়েছেন উস্তায আকরাম হোসাইন হাফিজাহুল্লাহ। সন্তান গ্রহণের উপযুক্ত সময়-নির্ধারণ থেকে শুরু করে একেবারে সন্তানের লালন-পালনের খুঁটিনাটি বিষয়সমূহও লেখক নজরে এনেছেন। এমনকি, নিঃসন্তান দম্পতি, তাদের প্রতি অন্যদের আচার-আচরণ ও সমাজের অবস্থানের বিষয়াদিও স্থান পেয়েছে লেখকের কলমে।
‘প্যারেন্টিং’ বিষয়ে উস্তায আকরাম হোসাইন হাফিযাহুল্লাহর ‘সন্তান : স্বপ্ন দিয়ে বোনা’ বইটি সন্তানদের ভালো মানুষ, ভালো সন্তান এবং সর্বোপরি প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তুলতে মা-বাবাদের কিছুটা হলেও উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস।
উস্তায আকরাম হোসাইন প্রণীত ‘সন্তান : স্বপ্ন দিয়ে বোনা’ বইটি এ-মাসেই প্রকাশিত হতে যাচ্ছে, ইন শা আল্লাহ।
There are no reviews yet.