সুবোধ থেকে কিছু অংশঃ
“তোর সঙ্গে গল্প করতে এসেছি। গল্প করতে ভালো লাগছে। আমার ধারণা তোর ওপর ইনজাস্টিস করা হয়েছে। তোকে যে আমি বা তোর ফুপু দেখতে পারি না এটা অন্যায়। ঘোরতর অন্যায়। তোর অপরাধ কী? আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি। তোর নেগেটিভ দিকগুলো কী—
এক— তোর চাকরি বাকরি নেই। এটা কোনো ব্যাপার না, পৃথিবীর লক্ষ লক্ষ লোক আছে যাদের চাকরি নেই।
দুই— তুই পথে পথে ঘুরিস। মাঝে মাঝে তাবলীগে যাস, আবার সালাফিদের সাথেও তোকে দেখা যায়। বিভিন্ন হালাকায়ও তুই এটেইন করিস। ওয়াহাবি, দেওবন্দি আলেমরাও নাকি তোকে পছন্দ করে। মিলাদ, ওরস, মাজার, পীর, ফকিরদের রিজেক্ট করিস। কেমন যেন টেররিসট টেররিস্ট মনে হয় তোকে।
আর খাবেন না ফুপা?
কথার মাঝখানে কথা বলিস না তো আব্দুল্লাহ। আমি কী যেন বলছিলাম?
টেররিস্ট সম্পর্কে কী যেন বলছিলেন।
কোন টেররিস্ট? জর্জ বুশ? জর্জ বুশের কথা খামাখা বলব কেন?
আর না টানলে হয়না ফুপা?
হয়। হবে না কেন? তবে আনন্দ পরিপূর্ণ হয় না। জর্জ বুশের কথা কী বলছিলাম?
আমার ঠিক মনে পড়ছে না ফুপা।
শোন আব্দুল্লাহ, তুই খারাপ না। তোর একটা ক্ষমতা আছে। অভি যে তোর নাম বলতে অজ্ঞান হয়ে যায়, অভির কোনো দোষ নেই। I Like you Abdullah.
থ্যাংক ইউ ফুপা। তবে আমার কোনোই ক্ষমতা নেই। সব ক্ষমতা আল্লাহর। সব তিনিই করেন।
তোর একটাই অপরাধ তুই সবকিছুর মধ্যে ইসলামকে টেনে নিয়ে আসিস। ধর্মকে সব জায়গায় টেনে আনার কী দরকার। অবশ্য টেররিস্ট জর্জ বুশও তো ইসলামকে জোর করে সব জায়গায় টেনে আনতো। আচ্ছা, আমি এতক্ষণ ধরে জর্জ বুশকে টেররিস্ট কেন বলছি, কিছুই বুঝতে পারছি না।”
There are no reviews yet.