ভালো লাগা ও ভালোবাসার পার্থক্য নিয়ে একটা বাণী পড়েছিলাম। যার বাংলা করলে অর্থ দাঁড়ায়—যখন কারও একটি ফুলকে ভালো লাগে সে ফুলটিকে গাছ থেকে ছিঁড়ে নেয়। আর যখন কেউ ফুলকে ভালোবাসে তখন গাছের যত্ন করে, গাছে পানি দেয়। অর্থাৎ, ভালো লাগার জন্য মানুষ অন্যকে কষ্ট দিতে পারে, কিন্তু ভালোবাসার জন্য নিজে কষ্ট সহ্য করে। কখনো কি ভেবে দেখেছ আমাদের জীবনে বিদ্যমান সম্পর্কের বন্ধনগুলো ঘিরে আমাদের আবেগ কি ভালো লাগা নাকি ভালোবাসা?
There are no reviews yet.