দুঃখ-কষ্ট লাঘবের দু’আসমূহ—
اَللّٰهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَّأَنْتَ تَجْعَلُ الحُزْنَ إِذاَ شِئتَ سَهْلًا
হে আল্লাহ, আপনি যা সহজসাধ্য করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজসাধ্য নয়, যখন আপনি ইচ্ছা করেন দুশ্চিন্তাকেও সহজ করে দেন।
দুআ হলো ইবাদতের মগজ। আমরা নানান কারণে অবাধ প্রসঙ্গে আল্লাহর শরণাপন্ন হই—হতে হয়। তাসবিহ-তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে সাওয়াব ও নিরাপত্তা কামনা করি।
জিন শয়তান, মানুষ শয়তান—অনিষ্টের যত দিক; সেসব থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। বিপদ থেকে মুক্তির প্রার্থনা করি। স্বাভাবিক জীবনাচারে অস্বাভাবিক কিছু আঁচ করতে পারলে তার থেকে উত্তরণে আল্লাহর সাহায্য চাই।
দুআ হলো ইবাদাত। বান্দার সমস্ত দুআ আল্লাহ কবুল করুন। কোনো দুআ সঙ্গে সঙ্গে কার্যকর হয়, কোনো দুআ তোলা থাকে এর চাইতে উত্তম প্রতিদানের জন্য। কিছু দুআ আবার সরাসরি প্রতিফল ঘটায় না।
আমরা আল্লাহর বান্দা। আল্লাহর কাছেই বলি হৃদয়ের যত কথা; সমস্ত যাতনা। তিনি শোনেন, বান্দাকে কবুল করেন। তার সমীপে দুআ পেশ করে আমাদের নিরাপত্তা ও কল্যাণ চেয়ে নেবার নিয়মিত পাঠের জন্য—ওয়া ইয়্যাকা নাস্তাঈন (সকাল-সন্ধ্যায় এবং নিরাপত্তা লাভের দু’আ)।
There are no reviews yet.