ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠলো খৃস্টানরা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিল গুপ্তচর বাহিনী।ছড়িয়ে দিল মদ ও নেশার দ্রব্য। ঝাকে ঝাকে পাঠালো প্রশিক্ষনপ্রাপ্ত সুন্দরী গোয়েন্দা। বড় বড় সেনা অফিসার এবং আমির ওমরাদের হারেমগুলোতে ওদের ঢুকিয়ে দিল নানা কৌশলে। ভাসমান পতিতা ছড়িয়ে দিল সর্বত্র। মদ জুয়া আর বেহায়াপনার স্রোত বইয়ে দিল শহরগুলোতে। একদিকে সশস্ত্র লড়াই , অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা এ দুয়ের মোকাবেলার রুখে দাঁড়াল মুসলিম বীরশ্রেষ্ঠরা। রুখে দাঁড়ালেন পাশ্চাত্যের বর্ণনার গ্রেট সালাদিন বা গাজী সালাউদ্দীন আইয়ুবী। ইসলামের অতন্দ্র প্রহরী মুসলিম মুজাহিদদের নিয়ে তিনি ক্রুসেডের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। তারা মোকাবেলা করেছিল এমন অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনার, মানুষের কল্পনাকেও যা হার মানায়। ক্রুসেড সেইসব শিহরিত, রোমাঞ্চিত ঘটনার শ্বাসরুদ্ধকর বর্ণনার ভরপুর ইতিহাস আশ্রিত কাহিনী।
There are no reviews yet.