পার্থিব জীবনে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এতে কাউকে দুঃখ-দুর্দশায় জর্জরিত হতে হয়, কাউকে আবার বেদনাহত হৃদয়ে চোখের অশ্রু ঝরাতে হয়। আর বিপদ-আপদ তো ঈমানদারদের জীবনের অবিচ্ছেদ্য অংশের মতোই।
তবে আশঙ্কার কথা হচ্ছে, বেশিরভাগ মানুষই দুঃখ-দুর্দশার দরুন সৃষ্ট পরিস্থিতির মোকাবিলা করতে পারে না। যার ফলে তাদের অনেকেই হতাশা স্রোতে ভেসে যায় ধ্বংসের দিকে৷ বিচ্যুত হয়ে যায় সরল পথ থেকে।
আমরা আত্মবিশ্বাসের সাথে বলছি—’দূর হয়ে যাক বিষাদের কালো মেঘ’ বইটি এমন পরিস্থিতি মোকাবিলায় আপনার জন্য গাইডলাইন হবে। আপনার বেদনার উপশম হবে। হতাশায় মুষড়ে না পড়ে আপনাকে পথ চলা অব্যাহত রাখার সবক শেখাবে। সর্বোপরি আপনাকে প্রশান্ত করবে।.
There are no reviews yet.