আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত ‘কুরআন-সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য’ ১৬ পৃষ্ঠার ছোট্ট পুস্তিকা । যেমন ছোট কলবরের কারণে, ঠিক তেমন সুন্দর বিষয়বস্তু ও উপস্থাপনার কারণে এক নিমিষেই পড়ে ফেলার মত একটি বই ।
জামাআত বা মুসলিমদের ঐক্য বিষয়ে প্রায় ২০০ আলিম নিয়ে ঢাকায় আয়োজিত এক সেমিনারে লেখক রহ. এই লেখা জমা দেন এবং সে আলোকে বক্তব্যও দেন, সেটিই হচ্ছে এই আলোচ্য বই ।
বইটির ভূমিকা লিখেছেন শাইখ আবু বাক্র মুহাম্মাদ যাকারিয়া মাদানী হাফি. । ভূমিকার একটি কথা খুব ভালো লেগেছে ”বাস্তবে উম্মতের ঐক্যের জন্য যে মানুষটি তাঁর সারাটি জীবন ব্যয় করেছেন, জীবনের সার্বক্ষণিক প্রচেষ্টা যার এ কেন্দ্রিক নিবদ্ধ থাকতো, ঐক্যের প্রতীক হিসেবে যাকে সকল নিষ্ঠাবান মানুষই স্বীকার করে, তাঁর পক্ষেই এরকম একটি গ্রন্থ লেখা সম্ভব ।”
অতি সংক্ষেপে তবে তাৎপর্যপূর্ণ যেসব কথা উঠে এসেছে, সেগুলো হচ্ছে,
১. জামাআতঃ কুরআন-সুন্নাহ নির্দেশিত ইবাদাত
২. ইফতিরাকঃ কুরআন-সুন্নাহ নির্দেশিত নিষিদ্ধ কর্ম
৩. ইখতিলাফ থেকে ইফতিরাক
এ পয়েন্টে তিনি আলোচনা করেছেন ইখতিলাফ বা মতভেদ মানেই ইফতিরাক বা বিচ্ছিন্নতা নয় । তবে ইখতিলাফ কেন্দ্র করে কখনো কখনো ইফতিরাক জন্ম নেয় ।
৪. ঐক্য বা বিভক্তি মূলত অন্তরের কর্ম বা বিশ্বাসের অংশ
আমরা অনেকেই মনে করি মুসলিমরা এক নির্দিষ্ট জায়গায় একত্রিত হওয়া বা একটা দল বানানো ইত্যাদি মানেই জামাআত বা ঐক্য । এ অর্থ ধরলে সমস্যা হলো, আমি কিছু লোক নিয়ে একটি দল বানালাম, ঠিক একইভাবে তো অন্য ভাইও বানিয়েছেন । আমি আমার দলের লোক নিয়ে ‘জামাআত’ করলেও, যে ভাই আলাদা দল বানালেন তিনি ও তাঁর দল তো আলাদা হয়ে গেলেন, তাহলে এটি কীভাবে জামাআত হতে পারে । লেখক রহ. এখানে আমাদের প্রচলিত এ বিশ্বাসের খন্ডন করেছেন । সংক্ষিপ্তভাবে জামাআতের অর্থ এভাবে বলা যায় যে, আমাদের ভিতরে মতভেদ থাকা সত্ত্বেও আমরা সবাই ভাববো আমি, উনি আমরা সবাই ভাই ভাই, আমাদের ভিতরে ভালোবাসা থাকবে ।
৫. সমকালীন ইফতিরাকের বিভিন্ন কারণ
বইয়ের এ অংশকেই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে । তিনি ইফতিরাকের বিভিন্ন কারণ পয়েন্ট আকারে তুলে ধরেছেনঃ
ক. আকীদার মতভেদ
খ. ফিকহী মতভেদ
গ. আকীদা ও ফিকহী মতভেদে সাহাবীগণের পদ্ধতি পরিত্যাগ
ঘ. দাওয়াত পদ্ধতির মতভেদ
ঙ. সমালোচনায় ইসলামী আদব লঙ্ঘন
চ. ঈমানী ভ্রাতৃত্বের অবমূল্যায়ন
ছ. ভিন্নমতের প্রান্তিকদের অজুহাতে নিজের প্রান্তিকতার বৈধতার দাবী
জ. সবাইকে একমতে আনার চেষ্টা
৬. শরীয়াহ অনুসারী বনাম শরীয়াহ বিমুখদের বিভক্তির তুলনা
৭. আহলুস সুন্নাত ওয়াল জামাআত বনাম আহলুল বিদআত ওয়াল ইফতিরাক
৮.বিভক্তির পরিণতিঃ বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ ধারণা
বইয়ের এ অংশকেও খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে । এখানে বিভক্তির ফলে বর্তমানে আমাদের পরিণতি কী এবং ভবিষৎ এ কী পরিণতি হতে পারে তা পয়েন্ট আকারে আলোচনা করা হয়েছেঃ
ক. শিরক-কুফর ও খৃষ্টধর্ম প্রচারের ব্যাপক সুযোগ সৃষ্টি
খ. আলিমগণ সম্পর্কে ব্যাপক কুৎসাচার
গ. হানাহানি ও রক্তারক্তি
৯. সমস্যার সমাধানে আমাদের করণীয়
এটি হচ্ছে বইয়ের সর্বশেষ আলোচ্য বিষয় । ৫ নং পয়েন্টে ইফতিরাকের যেসব কারণ উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে সেসব কারণগুলো দূর করলে বা কমিয়ে ফেললে বিভক্তিও কমবে বলে আমরা ধারণা করতে পারি ।
There are no reviews yet.