খুশু হলো ওয়াজিব। যে ব্যক্তি সিজদা করার সময় জমিনের কাকের মতো ঠোকর মারে তার মধ্যে কোনো খুশু নেই। অনুরূপভাবে, যে ব্যক্তি রুকু থেকে সিজদায় যাওয়ার সময় পুরোপুরি উঠে দাঁড়ায় না, তার মাঝেও রয়েছে ধীরতা ও সুস্থিরতার অভাব। সুকুন ও প্রশান্তি (তুমানিনাহ) সম্পূর্ণ একই জিনিস। যে ব্যক্তি রুকু ও সিজদায় ধীরস্থির নয়, তার মাঝে খুশু নেই। আর যে ব্যক্তির মাঝে খুশু নেই সে গুনাহগার, যেমনটি আমরা বর্ণনা করেছি।
-শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)
mollasabir111 –
খুব ভালো লাগলো পড়তে বইটি এবং অনেক তথ্য পেলাম।
আলহামদুলিলাহ্ আল্লাহ আমাকে এই বই টি পড়ার তৌফিক দান করেছেন
mollasabir111 –