আমাদের বেশিরভাগ মুসলিমদের কাছে আজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করাটাই ভীষণ ভারী লাগে । কিন্তু এর মাঝেও আর-রহমানের কিছু বান্দারা আছেন, যারা মাঝরাতে তাঁদের রবের সামনে দাঁড়িয়ে যান,সিজদায় লুটিয়ে পড়েন । আর তাদের রবও তাঁদের জন্য রহমতের দরজা খুলে দেন । ফলে তাঁরা সম্মানিত হয় জমিনে, সম্মানিত হয় আসমান বাসীর কাছে । তারা রহমানের বান্দা । এই বইটি আমাদের রবের সেই রহমানের বান্দা হয়ে ওঠার একটি শ্রেষ্ঠ আমল- “তাহাজ্জুদ” নিয়ে । বইটি রচনা করেছেন, আবু বকর মুহাম্মাদ আল-আজুররি । জন্মেছেন ২৬৪ হিজরিতে বাগদাদে । তিনি বাগদাদের জ্ঞান-বিজ্ঞান চর্চার স্বর্ণযুগ পেয়েছিলেন । বইয়ের শুরুতে তার সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে ।
–
৫৮ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি এক বসায় শেষ করে ফেলেছি । শুধুমাত্র “কিয়ামুল লাইল” নিয়ে বাংলায় কাজ হিসেবে সম্ভবত এটা দ্বিতীয় বই । বইটিতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে । কিয়ামুল লাইলের মধ্যে যে সুমহান মাহাত্ম্য ও সৌভাগ্যের হাতছানি রয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরা হয়েছে । লেখক তার প্রতিটা বক্তব্যের প্রমান তুলে ধরেছেন । রাতের নফল সালাত আদায়ে উত্তম পোশাক পরিধান থেকে শুরু করে সুগন্ধি ব্যবহার, মিসওয়াক ও কুরআন তিলাওয়াতের উপর গুরুত্ব আরোপ করেছেন । তাহাজ্জুদ আদায় করা মুত্তাকীদের বিশেষ গুনগুলো, তাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো, ফেরেশতাদের সুসংবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে । তাহাজ্জুদে জেগে ওঠার জন্য কিছু উপায় ও পরামর্শ দেয়া হয়েছে । রয়েছে গ্রন্থকারের দরদ মাখা কিছু বার্তা, সালাফদের বিভিন্ন ঘটনা । তাহাজ্জুদের জন্য ওঠার পরে করণীয় কি,তাহাজ্জুদের জন্য একে অপরকে কিভাবে জাগিয়ে দেবে সে সম্পর্কে আলোচনা রয়েছে । রয়েছে বেশকিছু পঙক্তি । রাসুল (সা.) এর বিশেষ দুআও উল্লেখ করা হয়েছে । আওয়াবীন সম্পর্কে বেশ কিছু আলোচনাও রয়েছে । বইয়ের শুরুতে শাইখ আব্দুল আযীয আত তারিফী এবং শাইখ আহমদ মুসা জিবরীলের কিয়ামুল লাইল নিয়ে চমৎকার দুটি উক্তি উল্লেখ করা হয়েছে ।
–
অনুবাদক খুব যত্নের সাথেই বইটির কাজ সম্পন্ন করেছেন । বইয়ে কুরআনের আয়াত,হাদিস,তাফসীর ও সালাফদের বক্তব্যের আরবি ইবারত ই’রাব সহ তুলে ধরেছেন । অনুবাদ করছেন “আহমাদ ইউসুফ শরীফ” । তিনি একজন আলিম, খতীব, অনুবাদক এবং সম্পাদক । বইয়ের শেষে তার সম্পর্কে আরো বিস্তারিত উল্লেখ করা হয়েছে ।
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
কিয়ামুল লাইল ওয়াত তাহাজ্জুদ
5 in stock
কিয়ামুল লাইল ওয়াত তাহাজ্জুদ
অনুবাদ: আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা ৫৮
₹60.00 ₹80.00
5 in stock
Weight | 0.25 kg |
---|
আল্লাহ তাআলা আমাদের প্রতি অশেষ দয়া করেছেন এবং রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায়কারী বান্দাগনের ভূয়সী প্রশংসা করেছেন। উচ্ছসিত প্রশংসার পাশাপাশি তাদের এই আমলের বিনিময়ে উত্তম ও সুন্দর বিনিময়ের প্রতিশ্রুতি দান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত জেগে নফল সালাত আদায়ের প্রতি নিজের আগ্রহ উদ্দীপনা প্রকাশ করেছেন এবং উম্মাহকে ব্যাপক উৎসাহ প্রদান করেছেন। উম্মাহর আলিমগণও একইভাবে আগ্রহ, উদ্দীপনা ও উৎসাহের মাধ্যমে তাহাজ্জুদের সালাতের মাহাত্ম্যও বর্ণনা করেছেন। সব মিলিয়ে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত উম্মাহর সকল উৎসুক মুমিনের নিকট বিশেষ মর্যাদা লাভ করেছে। বক্ষ্যমাণ কিয়ামুল লাইলের মধ্যে যে সুমহান মাহাত্ম্য ও সৌভাগ্যের হাতছানি রয়েছে তা তুলে ধরা হয়েছে সবিস্তারে।
Based on 0 reviews
Be the first to review “কিয়ামুল লাইল ওয়াত তাহাজ্জুদ”
You may also like…
-
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ., লেখক, প্রকাশন, আস-সুন্নাহ পাবলিকেশন্স
কিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা : একটি হাদীসতাত্ত্বিক পর্যালোচনা
-26%ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ., লেখক, প্রকাশন, আস-সুন্নাহ পাবলিকেশন্সকিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা : একটি হাদীসতাত্ত্বিক পর্যালোচনা
কিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা : একটি হাদীসতাত্ত্বিক পর্যালোচনা
— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
অনুবাদ : শাইখ ইমদাদুল হক
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ৭০ টাকা।
আস-সুন্নাহ পাবলিকেশন্স।SKU: n/a
There are no reviews yet.