#কোরআন_ও_হাদিসে_মুনাফিকদের_চরিত্র
কোরআনে কারিম ও রাসূল সা. এর হাদিসের অসংখ্য জায়গায় মুনাফিকদের আলোচনায় এসেছে। তাতে তাদের চরিত্র ও কর্মতৎপরতা আলোচনা করা হয়েছে।
আর মুমিনদেরকে তাদের থেকে সতর্ক করা হয়েছে যাতে তাদের চরিত্র মুমিনরা অবলম্বন না করে। এমনকি আল্লাহ তাআলা তাদের নামে একটি সূরা নাযিল করেন।
#মুনাফিকদের_চরিত্র #মুনাফিকদের_অন্তর_নগ্ন_ও_ব্যাধিগ্রস্ত
মুনাফিকদের অন্তর ও ব্যাধিগ্রস্থ থাকে। আল্লাহ তায়ালা কোরআনে কারীমে ইরশাদ করেন,-
في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون
“তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি।
অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন ।
আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব কারণ তারা মিথ্যা বলতো ।”
[সূরা আল- বাকারা, আয়াত: 10]
আল্লামা ইবনুল কাইয়্যিম রহ. বলেন, সন্দেহ,
সংশয় ও প্রবৃত্তির ব্যাধি তাদের অন্তরকে ক্ষত-বিক্ষত করে ফেলছে। ফলে তাদের অন্তর আত্মা ধ্বংস হয়ে গেছে। আর তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও নিয়তের উপর খারাপ ও নগ্নতা মানসিকতা প্রাধান্য বিস্তার করছে।
ফলে তাদের অন্তর একদম হালকা বাতাসের উপক্রম। বিজ্ঞ ডাক্তাররা এখন তার চিকিৎসা দিতে অক্ষম।
আল্লাহ তা’আলা বলেন–
في قلوبهم مرض فزادهم الله مرضا
তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন।
#মুনাফিকদের_অন্তরে_অধিক_লোভ_লালসা
মুনাফিকরা অধিক লোভী হয়ে থাকে। যার কারণে তারা পার্থিব জগতকে বেশি ভালোবাসে ।
আল্লাহ তায়ালা বলেন–
يا نساء النبي كاحد دم من النساء ان اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن اقولا معروفا
“হে নবী– পত্নিগণ, তোমরা অন্য কোন নারীর মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে( পরপুরুষের সাথে) কোমল কন্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। আর তোমরা ন্যায় সঙ্গত কথা বলবে।”
(সূরা আল আহযাব আয়াত 32)
অর্থাৎ যে ব্যক্তির অন্তরে ঈমান দুর্বল থাকে, সে তার দুর্বলতার কারণে লোভী হয়ে থাকে। আর সে তার ঈমানের দুর্বলতার কারণে ইসলাম বিষয়ে সন্দেহ পোষণ করি একজন মুনাফিক। যার হলে সে আল্লাহ তা’আলার দেওয়া বিধানকে গুরুত্বহীন মনে করে এবং হালকা করে দেখে আর অন্যায় অশ্লীল কাজ করাকে কোন অন্যায় মনে করেনা।
[ জামেপউল বয়ান 20/258]
মুনাফিক সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনার প্রিয় বই – মুনাফীকি থেকে বাঁচার উপায়
শাইখ সালেহ আল মুনাজ্জিদ এর বইটি পড়তে হবে
There are no reviews yet.