সম্পাদকের কলম থেকে
রাফান আহমেদের ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ বইটির পাণ্ডুলিপি পড়লাম। এর আগে নতুন করে পড়লাম হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’। দেখলাম, হুমায়ুন আজাদের খণ্ডিত যুক্তিগুলোকে রাফান আহমেদ হুলুস্থুল রেফারেন্স আর যুক্তির বোমা বর্ষণে রীতিমতো ধ্বসিয়ে দিয়েছেন। … কন্টেন্টের কারণে নয়, একতরফা খোলা মাঠে ফাঁকা গোল দেওয়ার মতো করে শিক্ষিত বাংলা ভাষীদের মধ্যে ইতোমধ্যে হুমায়ুন আজাদের বইটি বহুলভাবে পঠিত হয়েছে। একারণে এই বইটির প্রতিপাদ্য বিষয়ের প্রত্যুত্তর হিসাবে রাফান আহমেদের ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ বইটির প্রকাশ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। … উনার যুক্তির মেজর ফ্লগুলো দেখিয়ে দিতে হলে আমাকেই বরং কয়েকটা ঢাউস সাইজের বই লিখতে হবে। অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তির বটম-লেভেলের কাণ্ডজ্ঞান ও বুদ্ধিবিবেচনা সক্রিয় থাকা সাপেক্ষে হুমায়ুন আজাদের মতো বুদ্ধি-ব্যবসায়ীদের দ্বারা সংক্রমিত যুক্তিবিরোধী অবিশ্বাসের ভাইরাস হতে সুরক্ষা বা এ ধরনের প্রাণঘাতী সংক্রমণ হতে বাঁচার জন্য রাফান আহমেদের অত্যন্ত চমৎকার এই বইটা যে-কারও জন্য যথেষ্ট হতে পারে।
বইয়ের নাম- অবিশ্বাসী কাঠগড়ায়
লেখক- রাফান আহমেদ
সম্পাদনা- মুহাম্মাদ জুবায়ের
শারঈ সম্পাদনা- মুনীরুল ইসলাম ইবনু যাকির
প্রকাশনী- সমর্পণ প্রকাশন
মোট পৃষ্ঠা : ২৯৬
There are no reviews yet.