হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবুওয়াত ও রিসালাতের সর্বশেষ ধারক এবং মানবজাতির সর্বশ্রেষ্ঠ অভিভাবক। তিনি আবির্ভূত হয়েছিলেন ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগে। যে যুগে মানুষে পশুতে কোনো ভেদাভেদ ছিল না, দুর্বল ও অসহায়ের কোনো অধিকার ছিল না, পৃথিবীর কোনো দেশে ও জনপদে ন্যায়সম্মত কোনো শাসনব্যবস্থা ছিল না। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিগভ্রান্ত মানবতাকে আলোর সন্ধান দিয়েছিলেন; অন্যায়-অত্যাচারে নিমজ্জিত মানবকাফেলাকে তিনিই সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছিলেন। তিনিই হলেন সাইয়েদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন।
শহিদ মাওলানা জিয়াউর রহমান ফারুকী রহ. মুসলিম উম্মাহর একজন কিংবদন্তিতুল্য দুঃসাহসী মুখপাত্র। তার জ্বালাময়ী ভাষণ ‘ইন্না মিনাল বায়ানি লাসিহরা’র বাস্তব নমুনা। তিনি আলোচনা শুরু করলে মুহূর্তের মধ্যেই শ্রোতাদের মাঝে সাড়া পড়ে যেত। বয়ানের অসাধারণ শব্দতরঙ্গ, বাক্যের ঢেউ, কথার ধারাবাহিকতা ও ঐতিহাসিক তথ্য-উপাত্ত সকলের হৃদয়-মন ছুঁয়ে যেত। মজলিসের চারদিকে শুরু হতো শ্রোতাদের আকাশ-বাতাস কাঁপিয়ে তোলা মুহুর্মুহু তাকবিরধ্বনি। বর্তমানে তিনি পৃথিবীতে নেই। কিন্তু তার বয়ানের অনবদ্য সংকলনগুলো এখনও পাঠককে আন্দোলিত করে। গ্রন্থগুলো পাঠ করলে তার পবিত্র জবান থেকে আলোচনা শোনার স্বাদ ও তৃপ্তির অনেকটাই অনুভূত হয়। এ সময় কখনও চোখ দিয়ে অঝোরধারায় অশ্রু ঝরতে থাকে, কখনও অন্তর কেঁপে ওঠে, কখনও মুখ দিয়ে তাকবিরধ্বনি বেরিয়ে আসে।
‘শানে রিসালাত’ মূলত ফারুকী রহ.-এর রিসালাত সংক্রান্ত বয়ানের সংকলিত অনূদিত রূপ। আলোচ্য গ্রন্থে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শান ও মর্যাদা, তার দাওয়াত ও সাধনা, ত্যাগ ও কুরবানী এবং ধারাবাহিক জীবনী অত্যন্ত সহজ-প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। ‘শানে রিসালাত’ পাঠকের হৃদয়ে নবীপ্রেমের পুষ্প প্রস্ফুটিত করবে এবং উৎসাহ-উদ্দীপনায় তার মনপ্রাণ মাতিয়ে তুলবে বলে আমরা আশা রাখি।
There are no reviews yet.