প্রশ্ন: আমি যদি দূর থেকে কোনো নারীকে ভালোবাসি তাহলে গোনাহ হবে?
উত্তর:আল-হামদুলিল্লাহ! গোনাহ ও পাপাচারের গেইটগুলো বন্ধ করতে শরিয়ত এসেছে৷ যা কিছু মানুষের মনোজগৎ ও বিচার-বিবেচনার শক্তিকে নষ্ট করে দেওয়ার মাধ্যম, সেগুলো বন্ধ করার জন্য শরীআত সকল ব্যবস্থাই গ্রহন করেছে৷ আর প্রেম-ভালোবাসা, নর-নারীর সম্পর্ক মারাত্মক ব্যাধি ও অপরাধ৷
শাইখুল হাদীস ইবনে তাইমিয়া রহ, বলেন—
দুনিয়ার সবার ভালোবাসা আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সবাই আপনাকে দুঃখ দিতে পারে, সবার ভালোবাসাই আপনার সাথে প্রতারণা করতে পারে। দুনিয়ার কেউই আপনাকে আপনার মত করে না বুঝতে পারে!
কিন্তু আমি আজ আপনাকে এমন একজনের কথা বলব- যিনি আপনাকে কখনোই ভুল বুঝবে না, আপনাকে ছেড়ে কখনোই চলে যাবেন না। যিনি আপনাকে কখনোই ঠকাবেন না,যিনি আপনাকে কখনো ভুলে যাবেন না। তিনি আমার আপনার রব ‘আল্লাহ’। নিজের দুঃখের কথা,কষ্টের কথা,বুক ভরা বেদনার কথা,নিজের একান্তই কিছু চাওয়া-পাওয়ার কথা, সেই সব দীর্ঘশ্বাসের কথা আপনি আপনার রবকে বলুন। তিনি কখনো আপনাকে হতাশ করবেন না। তিনি জানেন আপনি একাকী এই ফিতনাময়, বন্ধুর পথ চলতে চলতে কতটা ক্লান্ত।
এজন্যই তো তিনি আপনাকে অসহায়,দুর্বল তাঁর মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন যেন আপনি বার বার তাঁর কাছেই ফিরতে পারেন। নিজের জমানো দুঃখের কথা,অস্থিরতা পেরেশানির কথা বার বার তার কাছেই বলতে পারেন। তাকে ভালোবাসুন৷ সেও আপনাকে ভালোবাসবে৷
There are no reviews yet.