রাষ্ট্রব্যবস্থা এমন একটি বিষয়, যার সাথে দেশের প্রতিটি মানুষের জীবন, তাদের শিক্ষা, সংস্কৃতি, কর্মব্যবস্থা ও অর্থনীতি, এককথায় জীবনের প্রতিটি স্তর সম্পৃক্ত। রাষ্ট্র পরিচালনার মূলনীতির উপরই নির্ভর করে জনগণের জীবনের গতিধারা, তাদের চিন্তা-চেতনা, রুচি-প্রকৃতি এবং সার্বিক অবস্থা। ইংল্যান্ডের শিল্পবিপ্লব ও ফ্রান্সের রাজনৈতিক বিপ্লবের পরে এমন কিছু রাজনৈতিক দর্শন, মতবাদ ও রাষ্ট্রব্যবস্থা আত্মপ্রকাশ করেছে,বর্তমান পাশ্চাত্য-সভ্যতার আধিপত্যের যুগে যা পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভ করেছে এবং যা পৃথিবীর দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। এসব মানব-সৃষ্ট ব্যবস্থার দরুন প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা জন্ম নিচ্ছে এবং নতুন নতুন সংকট সামনে আসছে।
ইসলাম রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে যে মূলনীতি প্রদান করেছে, রাষ্ট্রের ব্যবস্থাপনা, পুঁজির যথাযথ বণ্টন, অর্থনীতি, শিক্ষানীতি, আইন ও দণ্ডবিধি, সর্বোপরি ক্ষমতার প্রয়োগের ব্যাপারে যে বিধান রেখেছে এবং রাষ্ট্রের আইনি, বৈষয়িক ও যাবতীয় সমস্যার যে পূর্ণাঙ্গ, যথাযথ ও যুগান্তকারী সমাধান দান করেছে, পৃথিবীর অন্যকোনো রাজনৈতিক মতাদর্শ বা রাষ্ট্রব্যবস্থা এর বিকল্প বা সমকক্ষ হওয়ার যোগ্যতা রাখে না এবং এর সাথে কোনো কিছুর তুলনা চলে না।
‘ইসলাম ও রাজনীতি’ গ্রন্থে মূলত সেসব রাজনৈতিক মতাদর্শ এবং প্রচলিত বিভিন্ন শাসনব্যবস্থার পরিচয় তুলে ধরা হয়েছে এবং রাষ্ট্রের ব্যবস্থাপনায় ইসলামের মৌলিক নীতিমালা স্পষ্ট করা হয়েছে। গ্রন্থের প্রথম ভাগে রাজনীতির ইতিহাস, রাজনীতিকেন্দ্রিক বিভিন্ন মতবাদ, সেগুলোর অধীনে প্রতিষ্ঠিত প্রশাসনের পরিচয়, দৃষ্টিভঙ্গি ও কার্যধারা তুলে ধরা হয়েছে। অতঃপর দ্বিতীয় ভাগে রাজনীতি প্রসঙ্গে ইসলামী বিধিবিধান ও শিক্ষাদীক্ষা পরিবেশিত হয়েছে এবং এক্ষেত্রে উম্মতের ফকিহ ও শাস্ত্রজ্ঞ ব্যক্তিবর্গের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আলোচ্য গ্রন্থ পাঠে প্রচলিত রাষ্ট্র ও অর্থব্যবস্থাগুলোর গূঢ়কথা সম্পর্কে যেমনি জানা যাবে, তেমনি ইসলামের রাজনৈতিক আদর্শ সম্পর্কেও অবগতি লাভ করা যাবে।
There are no reviews yet.