রবের দিকে প্রত্যাবর্তন
ইমাম ইবনে রজব হাম্বলী রহিমাহুল্লাহ।
অপ্রত্যাশিত মোকাবেলা।
আল্লাহ তা’আলা বলেন–
وبدالهم من الله مالم يكونوا يحتسبون
“…তাদের জন্য আল্লাহর নিকট হতে এমন কিছু প্রত্যাশিত হবে যা তারা কল্পনাও করে নাই।
(সূরা জুমর আয়াত নং ৪৭)
ভীত জ্ঞানীদের জন্য এই আয়াতটি প্রচন্ডভাবে প্রযোজ্য, কেননা তা বর্ণনা করে যে,
যখন কিছু বান্দা আল্লাহর সাথে সাক্ষাত করবে তখন তারা এমন জিনিসের মোকাবেলা করবে যা তারা কোনদিন কল্পনা করেনি। উদাহরণস্বরূপ–তার হাত কি গুনাহ করছে সে ব্যাপারে অসচেতন হতে পারে,
হতে পারে এদিকে সে কোন মনোযোগ দিচ্ছে না, তারপর যখন ঢাকনা তোলা হয় সে এই ভয়ঙ্কর বিষয় দেখতে পায়, এবং এমন জিনিসের মোকাবেলা করতে হয় যার জন্য সে কখনও প্রস্তুত ছিল না । এই কারণেই উমর রা. বলেন, ‘যদি আমি পুরো দুনিয়ার রাজত্ব পেতাম তাহলে অপ্রকাশ্য গুনাহের ভয়ঙ্কর আতঙ্ক থেকে মুক্তির জন্য খুশিমনে একে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতাম।
( আবু ইয়ালা: ২৭৩১; এবংন হায়সামি ভলিউম–৯, পৃষ্ঠা: ৭৭–এ বলেন, এর বর্ণনাকারী সহিহ। হিলইয়াতুল আউলিয়া, ভলিউম–১, পৃষ্ঠা: ৫২)
একটি হাদীসে উল্লেখ আছে “মৃত্যুর আশা করো না, কেননা অপ্রকাশ্য গুনাহের আতঙ্ক অনেক বেশি। একজন ব্যক্তির জন্য এটা পরম সুখ যে, আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিয়েছেন এবং ধৈর্যের সাথে তাকে লালনপালন করেছেন।”
( মুসনাদে আহমাদ ১৪৫৪৬; সুনানে বাইহাকী: ১০৫৮৯)
সালাফদের মধ্যে একজন বলেন,
“বিচার দিবসে একজনকে যে কত সংখ্যক দুঃখের সময় মোকাবেলা করতে হবে তা সে কোনদিন চিন্তাও করেনি।’
এই সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন–
لقد كنت في غفله من هذا فكشفناعنك غطائك فبصرك اليوم حديد ..
“তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি।
অদ্য তোমার দৃষ্টি প্রখর।”
(সূরা কাফ: আয়াত নং 22।
(আরো বিস্তারিত জানার জন্য বইটি ক্রয়করে ।
মনোযোগ দিয়ে পড়ুন)
المحجة في سير الدلجة
আল মাহাজ্জাতি ফী ছাইরিদ্দূলজাহ্
এর বাংলা অনুবাদ
There are no reviews yet.